প্রকল্প

কৃষক বন্ধুর টাকা কোন একাউন্টে আসছে,চেক করুন নতুন পদ্ধতিতে এখন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের জন্য Krishak Bandhu New Prakalpa চালু করেন। যার মাধ্যমে কৃষকদের Bank Account এ সর্বোচ্চ ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা করে জমা হয়। কৃষক বন্ধুর টাকা দুটি কিস্তিতে কৃষকদের Bank Account এ Credit হয়ে থাকে। প্রথম কিস্তি রবি মরশুমে ও দ্বিতীয় কিস্তি খারিফ মরশুমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কৃষক বন্ধু প্রকল্পের ইতিমধ্যেই নতুন আপডেট চলে আসলো Status Check নিয়ে। কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারী তার আবেদন এর স্থিতি জানতে পারে খুব সহজেই। এবার সেই ধাপে কিছু পরিবর্তন আনলো সরকার।

কৃষক বন্ধু স্ট্যাটাস এবার চেক করা যাবে ৫টি ধাপে। যার ফলে কৃষকেরা খুব সহজেই জানতে পারবেন, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছে। আগে শুধুমাত্র ভোটার কার্ড দিয়ে চেক করা যেত। এখন আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, KB আইডি অর্থাৎ Krishak Bandhu Id, Bank Account Number এছাড়াও রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়েও চেক করা যাবে।

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কোন একাউন্টে ক্রেডিট হচ্ছে তা জানার জন্য নিচের কয়েকটি ধাপ ফলো করুন।

১) প্রথমে আপনাকে Krishak Bandhu এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর নথিভূক্ত কৃষকের তথ্যে ক্লিক করুন।
৩) এরপর Select থেকে যেকোনো একটি অপশন সিলেক্ট করে নিচে নাম্বার বসিয়ে দিয়ে সার্চ করলেই, নিচে Status চলে আসবে।

Website Link:ক্লিক

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক

Related Articles

Back to top button