Krishak Bandhu Status Check: কৃষক বন্ধু নতুন প্রকল্প আবেদন ও স্ট্যাটাস চেক – নতুন পদ্ধতি ২০২৫

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের জন্য চালু করেন, কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকেরা বছরে সর্বাধিক ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা করে পেয়ে থাকেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা দুটো কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে থাকে। একটি রবি মরশুম অপরটি খারিফ মরশুমে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য, কৃষকের নামে চাষযোগ্য জমি থাকতে হবে। এছাড়াও ওয়ারিশ সূত্রেও কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন কৃষকেরা। ১ একর কিংবা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরের ১০ হাজার টাকা পাওয়া যায় ও সর্বনিম্ন জমির পরিমাণ অনুযায়ী ৪ হাজার টাকা ব্যাঙ্কে পেয়ে থাকেন কৃষকেরা।

কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে হবে কৃষকদের। আবেদন করার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে, সেখান থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আবেদন ফর্ম সংগ্রহ করে সঠিক ভাবে পূরণ করে উপযুক্ত ডকুমেন্টস সহকারে জমা করতে হবে। এছাড়াও রাজ্যে যখন দুয়ারে সরকার ক্যাম্প হয়ে থাকে, তখনও কৃষকেরা সেই ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আবেদন জানাতে পারবেন।

কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার পর, কৃষকদের আবেদনের স্থিতি যাচাই করে দেখতে হবে। আবেদন যাচাই এর মাধ্যমে কৃষকেরা তাদের আবেদন সম্পর্কে নিশ্চিত হতে পারবেন, এই প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে কিনা। নাম নথিভুক্ত হলে, পরবর্তী কিস্তি থেকে তাদের জমা করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন। কৃষক বন্ধু প্রকল্পের স্থিতি বা স্ট্যাটাস চেক করার জন্য নিকটবর্তী কৃষি অফিসে আধার কার্ড কিংবা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। এরপর সেখানে আধিকারিকরা আবেদনের স্থিতি চেক করে জানিয়ে দিবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তখন তা সেখান থেকে সংশোধন বা ঠিক করে দিবে।

কৃষক বন্ধু নতুন প্রকল্পের স্থিতি যাচাই আগে যেরকম WhatsApp Number কিংবা অনলাইনে Krishak Bandhu পোর্টালের মাধ্যমে সহজেই আবেদনকারীরা চেক করতে পারতেন। এখন তা আর চেক করা যাচ্ছে না। তবে বিকল্প পদ্ধতি ফলো করে আবেদনকারী তাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা দেখতে পারবেন। নিচের ধাপগুলো ফলো করে দেখে নিন, সেই বিকল্প পদ্ধতি –

Krishak Bandhu Prakalpa Status Check Online –

১) প্রথমে আপনাকে epaddy.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।


২) এরপর Self Farmer Registration এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে Get OTP তে ক্লিক করুন ও নিচে OTP উল্লেখ করে Validate OTP তে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Are You Register In Krishak Bandhu – এখনে Yes এ ক্লিক করুন।
৫) এরপর Aadhaar Card বা Voter Card নাম্বার উল্লেখ করে Validate(KB) তে ক্লিক করুন।
৬) কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্ত হলে, সেখানে সমস্ত তথ্য চলে আসবে। এইভাবে আপনি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে কিনা জানতে পারবেন।
৭) আরও বিস্তারিত জানতে অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন।

Krishak Bandhu Prakalpa Status Check Online Link:Apply 

Related News