কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের খরিফ মরশুমের টাকা ২৯ শে জুলাই ২০২৫ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে টাকা পাঠানোর শুভারম্ভ করেছেন। ২৯ শে জুলাই থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি ভালো ভাবে দেখুন ও পড়ুন।
গত কয়েকমাস ধরে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের স্থিতি (Status) অনলাইন চেক করা যাচ্ছিলোনা। এখন কৃষি বিভাগের তরফ থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে, যেখান থেকে সহজেই কৃষকেরা তাদের আবেদনের স্থিতি জানতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন হয়েছে কিনা, আধার কার্ড নাম্বার লিংক রয়েছে কিনা, আবেদন এপ্রুভ হয়েছে নাকি হয়নি ইত্যাদি সমস্ত তথ্য।
কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা এবার ১ কোটি ৯ লক্ষের বেশি কৃষক ও বর্গাদার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২৯৩০ কোটি টাকা পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। প্রত্যেক যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বাধিক ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা করে পাওয়া যায়। এই টাকা দুটো কিস্তি রবি মরশুম ও খরিফ মরশুমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকে রাজ্য সরকার।
তাহলে দেখে নিন কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের Status চেক করবেনঃ-
১) প্রথমে আপনাকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।
২) এরপর নথিভূক্ত কৃষকের তথ্য লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে যেকোনো একটি সিলেক্ট করুন – আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেজিস্ট্রার মোবাইল নাম্বার, কৃষক বন্ধু আইডি ইত্যাদি।
৪) এরপর নিচে সেই আইডি নাম্বার বসিয়ে দিন ও নিচে থাকা I Am Not a Robot বক্সে টিক মার্ক করে সার্চ করুন।
৫) যদি আবেদন স্ট্যাটাস Approved ও Transaction Success আসে, তাহলে টাকা ব্যাঙ্ক জমা হয়েছে।
৬) আর যদি পেন্ডিং থাকে, তাহলে অপেক্ষা করুন। আর আধার কার্ড নাম্বার যদি লিংক করা না থাকে, তাহলে কৃষি অফিসে গিয়ে লিংক করে আসুন।
Krishak Bandhu Prakalpa Status Check Online Link:- ক্লিক