স্কলারশিপ

মেধাবী ন্যাশনাল স্কলারশিপ 2022 অনলাইন আবেদন মোবাইলে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

মেধাবী ন্যাশনাল স্কলারশিপ কি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মেধবী জাতীয় বৃত্তি প্রকল্প(Medhavi National scholarship 2022) হল মানব সম্পদ ও উন্নয়ন মিশনের একটি উদ্যোগ যা 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কিমের উদ্দেশ্য হল মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা। উচ্চ শিক্ষা বা চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার সময় তাদের দৈনন্দিন খরচের একটি অংশ মেটানো। 16-40 বছর বয়সী প্রার্থীরা, যারা কোনো স্বীকৃত পরীক্ষা বোর্ড থেকে যে কোনো স্ট্রিমে দশম শ্রেণি পাস করেছেন তারা এই স্কিমের অধীনে আবেদন করার যোগ্য। Medhavi Scholarship 2022

Medhavi Scholarship 2022 এ আবেদন করার জন্য ৫০% বা ৬০ নাম্বার লাগবে এমন না। এখনে যেকোনো নাম্বার পেয়ে পাশ করে পড়াশোনা করলেই আবেদন করা যাবে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

স্কলারশিপ নামঃ– Medhavi Scholarship 2022

যোগ্যতাঃ– ১) আবেদন করতে গেলে 10th, 11th, 12th, Graduate, PG, diploma ইত্যাদি ক্লাসে পাঠরত থাকলেই আবেদন করতে পারবেন। (min. qualification:10h/matriculation)
২) এখানে কোনো নির্দিষ্ট নাম্বার পেয়ে পাশ করতে হব এমনটা নেই। যে কেউ আবেদন করতে পারবেন।
৩) পরিবারের বার্ষিক আয় এর কোনো মাপকাঠি নেই।
৪) SC/ST/OBC/GEN সবাই আবেদন করতে পারবেন Medhavi Scholarship 2022 এ।

বয়সঃ– ১৬ থেকে ৪০ বছরের মধ্যে সমস্ত পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবেন।

প্রার্থী সিলেক্টেডঃ– কোন কোন শিক্ষার্থীরা Medhavi Scholarship 2022 এ টাকা পাবে, সেটা যাচাই করা হবে পরীক্ষার মাধ্যমে। এই স্কলারশিপ এ ২০ নাম্বার এর MCQ Type প্রশ্ন এর উত্তর দিতে হবে। তবে পরীক্ষা অনলাইনে বাড়িতে বসে দিতে পারবেন পড়ুয়ারা।

প্রথম হলে ২০ হাজার টাকা স্কলারশিপ পাওয়া যাবে, য়েই টাকা সরাসরি ব্যাঙ্ক একাউন্টে চলে আসবে।

দ্বিতীয় হলে ১০ হাজার টাকা স্কলারশিপ পাওয়া যাবে, য়েই টাকা সরাসরি ব্যাঙ্ক একাউন্টে চলে আসবে।

তৃতীয় হলে ৫ হাজার টাকা স্কলারশিপ পাওয়া যাবে, য়েই টাকা সরাসরি ব্যাঙ্ক একাউন্টে চলে আসবে।

এছাড়াও, Type – A অর্থাৎ 60% কিংবা তার বেশি নাম্বার পেলে ১০০০ টাকা পাওয়া যাবে। Type-B অর্থাৎ 50% কিংবা তার বোশি নাম্বার পেলে পরীক্ষায় ৫০০ টাকা আর Type -C অর্থাৎ 40% কিংবা তার বেশি নাম্বার পেলে 300 টাকা স্কলারশিপ পাবেন।

আবেদন পদ্ধতিঃ– Medhavi Scholarship 2022 এ আবেদন করতে হবে অনলাইনে।

১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Medhavi Scholarship 2022 App টি ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর Registration এ ক্লিক করুন ও Scholarship Test এ ক্লিক করে এগিয়ে যান।
৩) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে লগইন করুন।
৪) এরপর নাম,ঠিকানা, জন্ম তারিখ, ক্লাস ও ব্যাঙ্ক একাউন্ট নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করে রেজিষ্ট্রেশন করে নিন।
৫) রেজিষ্ট্রেশন হয়ে গেলে হোম এ এসে Online Test এ ক্লিক করে Online এ Exam দিয়ে দিন।

SAMADHAN Scholarship Exam 2022 IMPORTANT DATES AND INSTRUCTIONS:-

1) Registration Start on 04.07.2022
2) Registration Closes on 17.08.2022
3) Exam Date 28.08.2022
4) Answer key, Raise Objection (if any) 29.08.2022
5) RESULT 31.08.2022
6) Documents & Bank a/c* details submit 01-03 Sep’2022
7) Verification & Scholarship distribution 02-05 Sep’2022.
8) Process ends on 10.09.2022

App Download Link:

Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button