স্কলারশিপ

মেধাবী স্কলারশিপ ২০২১ MEDHAVI National Scholarship Scheme 2021 Eligibility

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

কেন্দ্র সরকার পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছেন।তবে আজকে আমরা সমস্ত স্কলারশিপ নিয়ে আলোচনা করবো না।আজকে আমরা তার মধ্যে একটি আকর্ষণীয় স্কলারশিপ নিয়ে আলোচনা করবো আর তা হলো MEDHAVI Scholarship । আমরা দেখে নিচ্ছি যে MEDHAVI National Scholarship Scheme এ আবেদন করার শর্ত ও কত টাকা করে দেওয়া হয় স্কলারশিপ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্কলারশিপের নামঃ- MEDHAVI National Scholarship Scheme
আবেদন পদ্ধতিঃ- আবেদন করতে হবে অনলাইনে। আপনি খুব সহজেই মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য শর্তঃ– শিক্ষার্থীকে কমপক্ষে মাধ্যমিক পাশ থাকতে হবে।মাধ্যমিক পাশ থেকে শুরু করে প্রত্যেকেই আবেদন করতে পারবে(10th, 12th, Graduation, Post-Graduation, any degree or diploma (10th is minimum qualification candidate with higher qualification are eligible to apply)।

বয়সঃ– MEDHAVI National Scholarship Scheme এ আবেদন করার জন্য বয়স থাকতে হবে ১৬ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন শুরু হয়েছেঃ– ০৭/০৮/২০২১ তারিখে।
আবেদন চলবেঃ– ১৯/০৯/২০২১ তারিখ পর্যন্ত।

পরীক্ষা হবেঃ– ০৩/১০/২০২১ তারিখে।জেনে রাখা ভালো MEDHAVI National Scholarship Scheme এ MCQ টাইপ এর পরীক্ষা হবে অনলাইনে। আর আপনি ঘরে বসে পরীক্ষা দিতে পারবেন মোবাইলে অনলাইনে। পরীক্ষা হবে ২০ নাম্বার এর।

MEDHAVI National Scholarship Scheme পরীক্ষার রেজাল্টঃ– ০৬/১০/২০২১ তারিখে দেওয়া হবে।
স্কলারশিপ কিভাবে দেওয়া হবেঃ স্কলারশিপের টাকা নাম্বার ভিত্তিতে দেওয়া হবে।এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যেই পাশ করবে সোই স্কলারশিপ পাবে। অতএব অনুরোধ এই পোস্টটি সমস্ত ছাত্র ছাত্রীদের শেয়ার করুন।

MEDHAVI National Scholarship Scheme কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে
A) যারা ২০ এর মধ্যে ১২ নাম্বার পাবে তারা ১০০০ টাকা স্কলারশিপ পাবে।
B) যারা ২০ এর মধ্যে ১০ নাম্বার পাবে তারা ৫০০ টাকা স্কলারশিপ পাবে।
C) আর যারা ২০ এর মধ্যে ৮ নম্বার পাবে তারা ৩০০ টাকা স্কলারশিপ পাবে।

মেধাবী স্কলারশিপের আবেদন ফিঃ– মেধাবী স্কলারশিপে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।সম্পূর্ণ ফ্রীতে আবেদন করা যাবে।SC/ST/OBC/GEN প্রত্যেক ক্যাটাগরীর পড়ুয়ারা আবেদন করতে পারবে এই স্কলারশিপে।
মেধাবী স্কলারশিপের টাকা কবে দেওয়া হবেঃ– মেধাবী স্কলারশিপের টাকা দেওয়া হবে ১১/১০/২০২১ তারিখ থেকে।

কোনো রকম প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেনঃ– helpdesk@medhavionline.org
অথবা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই নাম্বারে কল করতে পারেনঃ- ৯৩৫৪৮০১৭৬১

মেধাবী স্কলারশিপে অনলাইন আবেদন লিংকঃ-

ভিডিও এর মাধ্যমে জানতে এখানে ক্লিক করুন

Related Articles

Back to top button