রুপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ ১৫ হাজার টাকা মাসে,দেখুন আবেদন পদ্ধতি

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রুপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো। ছেলে/মেয়ে সবাই আবেদন করতে পারবেন এখানে।প্রতি মাসে পাবেন ১৫ হাজার টাকা করে।দেখুন কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে….

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– একাউন্টেন্ট।
শূন্যপদঃ- মোট ৬ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ– অনার্স সহ কমার্স বিষয় নিয়ে স্নাতক সঙ্গে কম্পিউটারে MS Office, Spread Sheet, Tally এবং প্রেজেন্টেশন প্যাকেজ নিয়ে দক্ষতা থাকতে হবে। যেকোনো সরকারি সংস্থা অথবা NGO সংস্থাতে অন্ততপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ– প্রতি মাসে ১৫,০০০ টাকা।


পদের নামঃ– ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদঃ– মোট ৩১ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোন শাখায় স্নাতক সঙ্গে MS Office এবং প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
যেকোনো সরকারি সংস্থা অথবা NGO সংস্থাটি অন্ততপক্ষে একবছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ঃ- প্রতি মাসে ১১,০০০ টাকা।

বয়সঃ– উপরের প্রতিটি পদের ক্ষেত্রে ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
নিয়োগের স্থানঃ– মুর্শিদাবাদ জেলা।
আবেদন পদ্ধতিঃ– প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট ফরমেটে আবেদনপত্রটি পূর্ণ করে SDO অফিসের ড্রপবক্সে জমা দিতে হবে অথবা অডিনারি পোস্টও করতে পারবেন।

আবেদন পত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবেঃ-
১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
২) রেসিডেন্স প্রুফ।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটারের সমস্ত সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৭) দুটো পাসপোর্ট সাইজের সইসহ ফটো।
৮) দুটো সেল্ফ অ্যাটেস্টেড করা এনভেলাপ সঙ্গে পস্টেজ স্টাম্প লাগানো থাকবে।

নিয়োগ পদ্ধতিঃ– লিখিত পরীক্ষা,কম্পিউটার টেস্ট ও viva Voice -এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন করার শেষ তারিখঃ- ০৬/১২/২০২১

Application Link:- Download

Related News