Nabanna Scholarship 2024: নবান্ন স্কলারশিপ অনলাইন আবেদন 2024-25, আবেদন পত্র, ঘোষণা পত্র ডাউনলোড পদ্ধতি দেখুন?
আর্থিক ভাবে পিছিয়ে পরা মেধাবী শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন স্কলারশিপ চালু করেছেন। যার মাধ্যমে পড়ুয়ারা অর্থনৈতিক সাহায্য পেয়ে উচ্চ শিক্ষা চালিয়ে যেতে সক্ষম হচ্ছেন। তেমনি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন স্কলারশিপ চালু করেছেন, রাজ্যের পড়ুয়াদের জন্য। এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা পেয়ে থাকেন এককালীন।
নবান্ন স্কলারশিপ 2024-25 শিক্ষাবর্ষের অনলাইন আবেদন শুরু হয়েছে। নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কমপক্ষে 50 শতাংশ নাম্বার ও সর্বোচ্চ 60 শতাংশ নাম্বার থাকতে হবে শেষ পরীক্ষায়। এই স্কলারশিপে মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, স্নাতক, স্নাতকোত্তর, বিভিন্ন পেশাদারী কোর্সে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর বিবেচনামূলক তহবিল থেকে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়ে থাকে।
নবান্ন স্কলারশিপে আবেদন করার শর্তঃ-
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পারিবারিক ইনকাম 1 লক্ষ 20 হাজার টাকার মধ্যে থাকতে হবে।
৩) পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানে পাঠরত থাকতে হবে।
৪) নবান্ন স্কলারশিপের পাশাপাশি একই কোর্সে অন্য স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
৫) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে।
নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে / Nabanna Scholarship Documents:-
১) আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পত্র।
২) স্থানীয় এমএলএ/এমপি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ পত্র।
৩) শিক্ষার্থীর দ্বারা স্ব-ঘোষণা পত্র।
৪) মাধ্যমিক এডমিট কার্ড।
৫) পড়ুয়ার ব্যাঙ্কের পাশবই।
৬) শেষ পরীক্ষার মার্কশীট।
৭) চলতি শিক্ষাবর্ষ/সেমিস্টারে ভর্তির রসিদ।
৮) বিডিও ইনকাম সার্টিফিকেট।
৯) প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড (যদি থাকে)।
১০) Allotment letter প্রোফেশনাল কোর্সের(যদি থাকে)।
Nabanna Scholarship 2024 Online Apply. Nabanna Scholarship 2024 Form Fill Up
১) প্রথমে আপনাকে Chief Minister Relief Fund এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।
২) এরপর Apply For Financial Assistance for Education এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে SignUp এ ক্লিক করে, মোবাইল নাম্বার ও পছন্দের পাসওয়ার্ড উল্লেখ করে রেজিষ্ট্রেশন করে নিন। এরপর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।
৪) এরপর প্রথম ধাপে নাম,বাবা/মায়ের নাম,বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে সাবমিট করুন।
৫) দ্বিতীয় ধাপে বর্তমানে কোন ক্লাসে পড়েছেন, কোন ক্লাস পাশ করেছেন ও ব্যাঙ্কের তথ্য উল্লেখ করে সাবমিট করুন।
৬) তৃতীয় ধাপে সংশ্লিষ্ট সমস্ত নথি PDF আকারে 500KB এর মধ্যে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
Nabanna Scholarship Status Check:
১) প্রথমে আপনাকে Chief Minister Relief Fund এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Applicant Services এ থাকা Check Applicant Status এ ক্লিক করুন।
৩) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দেখে নিন, আবেদন স্থিতি কি রয়েছে বর্তমানে।
Nabanna Scholarship Online Apply 2024 / Nabanna Scholarship Official Website Link- Online Apply
Nabanna Scholarship Form 2024-25 Pdf Download / Nabanna Scholarship Form Pdf Download 2024 / Nabanna Scholarship Form Pdf Download : Download
Nabanna Scholarship Self Declaration Form 2024: Download
Nabanna Scholarship MLA Recommendation Form Pdf / Nabanna Scholarship MP Recommendation Form Pdf : Download