মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ, আবেদন করুন
মাধ্যমিক পাশ যোগ্যতায় ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো, দেখুন কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….
পদের নাম:- ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার বেতন:-19900-63200/-
বয়সসীমা:-18থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ:-273টি
পদের নাম:-ল্যাব এটেন্ডেন্ট
মাসিক বেতন:-18000-56900/-
বয়সসীমা:-18থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ এবং ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা করে থাকতে হবে/বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে।
শূন্যপদ:-142টি
পদের নাম:-মেস হেল্পার
মাসিক বেতন:-18000-56900/-
বয়সসীমা:-18থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।
শূন্যপদ:-629টি
পদের নাম:-মাল্টি টাস্কিং স্টাফ
মাসিক বেতন:-18000-56900/-
বয়সসীমা:-18থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।
শূন্যপদ:-23টি
পদের নাম:-স্টেনোগ্রাফার
মাসিক বেতন:-25500-81100/-
বয়সসীমা:-18থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে শর্টহ্যান্ড স্পীডে মিনিটে ৮০টি শব্দ শব্দ এবং টাইপিং স্পিডে মিনিটে ৪০ টি শব্দ ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে।
শূন্যপদ:-22টি
পদের নাম:-কম্পিউটার অপারেটর
মাসিক বেতন:-25500-81100/-
বয়সসীমা:-18থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে।ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা এন্ট্রি এর কাজ জানতে হবে । এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
শূন্যপদ:-4টি
পদের নাম:-ক্যাটারিং এসিস্ট্যান্ট
মাসিক বেতন:-25500-81100/-
বয়সসীমা:-35বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং ক্যাটারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
শূন্যপদ:-87টি
পদের নাম:-জুনিয়র সেক্রেটারিয়েট এসিস্ট্যান্ট
মাসিক বেতন:-19900-63200/-
বয়সসীমা:-18থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে। ইংরেজিতে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা / হিন্দিতে মিনিটে ২৫টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
শূন্যপদ:-622টি
পদের নাম:-জুনিয়র ট্রান্সলেশন অফিসার
মাসিক বেতন:-35400-112400/-
বয়সসীমা:-প্রার্থীকে 32বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-হিন্দির সাথে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকতে হবে।
শূন্যপদ:-4টি
পদের নাম:-জুনিয়র ইঞ্জিনিয়ার
মাসিক বেতন:-29200-92300/-
বয়সসীমা:-35 বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে। তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স– প্রার্থীর বয়স ৩৫ বছরের
শূন্যপদ:-1টি
পদের নাম:-ফিমেল স্টাফ নার্স
মাসিক বেতন:-44900-142400/-
বয়সসীমা:-প্রার্থীকে 35 বছরের মধ্যে হতে হবে।
পদের নাম:-এসিস্ট্যান্ট সেকশন অফিসার
মাসিক বেতন:-35400-112400/-
বয়সসীমা:-প্রার্থীকে 18-30বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।কম্পিউটার অপারেশনে বিশেষ দক্ষতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের কাজের অভিজ্ঞতাপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
শূন্যপদ:-10টি
পদের নাম:-অডিট এসিস্ট্যান্ট
মাসিক বেতন:-35400-112400/-
বয়সসীমা:-প্রার্থীকে 18-30 বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-B.Com থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের কাজের অভিজ্ঞতাপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
শূন্যপদ:-11টি
আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। www.navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে ইচ্ছুক প্রার্থীদের।
আবেদন ফি:-ল্যাব এটেনডেন্ট, মেস হেলপার,মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন ফি বাবদ ৭৫০ টাকা দিতে হবে।স্টাফ নার্স পদের জন্য আবেদন ফি বাবদ ১২০০ টাকা দিতে হবে।এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০০ টাকা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:-10/02/2022 আবেদনের শেষ তারিখ।
Online Apply Link:- Apply
Official Pdf:- Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক