Nepal News Live: নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু ১১২ পৌঁছেছে !
কাঠমান্ডু: নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১২ জন মারা গেছে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। রবিবার, রাজধানী কাঠমান্ডুর নিচু এলাকাগুলো প্লাবিত হয়। সশস্ত্র পুলিশ বাহিনী (এপিএফ) এবং নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বন্যা, ভূমিধস এবং প্লাবনের কারণে মৃতের সংখ্যা ১১২ জনে পৌঁছেছে।
শনিবার নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৯৯ জনের মৃত্যু, ৬৮ জন নিখোঁজ এবং ১০০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। তবে, নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে পৌঁছে যায়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে কাভরেপালচোকে ৩৪ জনের মৃতদেহ পাওয়া গেছে। ললিতপুরে ২০ জন, ধাদিংয়ে ১৫ জন, কাঠমান্ডুতে ১২ জন, মাকওয়ানপুরে ৭ জন, সিন্ধুপালচোকে ৪ জন এবং দোলাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। পঞ্চথর ও ভক্তপুরে ৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও, ধানকুটা, সোলুখুম্বু, রামছাপ, মহোত্তারি এবং সুনসারি জেলায়ও কিছু মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানা যায়।
কাঠমান্ডু উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত এই বৃষ্টিপাতের তথ্য জানিয়েছে নেপালের আবহাওয়া ব্যুরো। কাঠমান্ডু পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়।