প্রকল্প

বাংলা শস্য বীমা আবেদন ফর্ম ডাউনলোড, আবেদন করতে পারবেন 31শে অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করলো তারিখ মুখ্যমন্ত্রী!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলছে ক্ষতিপূরণের টাকা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে সেই কথা আরও একবার জানিয়ে দিলেন। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আবেদনকারী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়ে থাকে। প্রত্যেক বছর বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন চলে, যার সম্পূর্ণ বীমার টাকা রাজ্য সরকার প্রদান করে থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সম্পূর্ণ বিনামূল্যে কৃষকেরা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারেন।প্রত্যেক বছরের মতো এই বছরও শুরু হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন। এই বছর বন্যা পরিস্থিতির কারনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদনের মেয়াদ কাল বৃদ্ধি করলেন।

আজ সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার জন্য প্রতি বছর সময় বেঁধে দেওয়া হয় 31 শে সেপ্টেম্বর পর্যন্ত। যেহেতু এবার সেপ্টেম্বেরের শেষ সপ্তাহে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাই মুখ্যমন্ত্রী জানান, বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকেরা 31 শে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বাংলা শস্য বীমা প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করবেনঃ বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনে। অর্থাৎ আবেদনকারীকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে ফিলাপ করে উপযুক্ত নথি সহ নির্দিষ্ট কৃষি অফিসে জমা করতে হবে। আবেদন করতে পারবেন 31 শে অক্টোবর পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বৃষ্টি যেই কমে যাবে চাষিরা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পেয়ে যাবেন।

বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন ফর্ম আপনি নিকটবর্তী কৃষি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। এর পাশাপাশি বাংলা শস্য বীমার অফিসিয়াল পোর্টাল থেকেও আবেদন ফর্ম সংগ্রহ করে তা পারবেন। আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করে সমস্ত উপযুক্ত নথি সহকারে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে জমা করে আসতে হবে।

বাংলা শস্য বীমা আবেদন ফর্ম ডাউনলোড লিংকঃ- Download

Khalek Rahaman

দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। পাশাপাশি, তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা চালিয়ে যাচ্ছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্পের আপডেট পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা তৎপর।

Related Articles

Back to top button