Google Pay, PhonePe অথবা Paytm ব্যবহার করছেন? ১ আগস্ট থেকে ৫টি নিয়ম না জানলে হতে পারে বিপদ

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

UPI বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ব্যবহারকারীদের জন্য আসছে বড় ধরনের পরিবর্তন।ডিজিটাল লেনদেন এখন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহারকারীদের জন্য নতুন ৫টি নিয়ম কার্যকর হতে যাচ্ছে। এসব নিয়ম প্রণয়ন করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এতে গুগল পে, ফোনপে, পেটিএমসহ অন্যান্য ইউপিআই(UPI ) প্ল্যাটফর্মে দৈনন্দিন লেনদেনে বড়সড় রিবর্তন আসতে চলেছে।যা প্রত্যেক ব্যবহারকারীর জানাটা একান্ত প্রয়োজন আসুন ধাপে ধাপে জেনে নেই কি কি পরিবর্তন হতে চলেছে –

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রথমতঃ এবার থেকে ইউপিআই ব্যবহারকারীরা প্রতিটি অ্যাপে দিনে সর্বোচ্চ ২৫ বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ বা টাকার পরিমাণ দেখতে পারবেন। ২৫ বারের বেশি চেষ্টার পর সিস্টেম সেই অ্যাপে তথ্য অটোমেটিক বন্ধ করে দেবে।

দ্বিতীয়ত, লেনদেন, Netflix, বিদ্যুৎ বিল বা অন্যান্য সাবস্ক্রিপশনের মতো অটোপে(Auto-pay ) লেনদেন এবার থেকে শুধুমাত্র নন-পিক সময়ে সম্পন্ন হবে।বিভিন্ন অ্যাপে আমরা UPI অ্যাপের মাধ্যমে অটো পে ম্যান্ডেট দিয়ে রাখি। এই অটো পে ম্যান্ডেট ব্যাঙ্কের পিক আওয়ারে আর কাজ করবে না সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৯:৩০ এই সময়ে অটো লেনদেন হবে না।সেই সময়ই এই auto-pay ম্যান্ডেট কাজ করবে আর অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট টাকা কাটবে।

তৃতীয়ত, এবার থেকে কোনও পেমেন্ট হওয়ার সময় আটকে গেলে মাত্র ৩ বার সেই পেমেন্ট হয়েছে কি না তা চেক করা যাবে। তার বেশিবার এই চেক করা যাবে না। আর প্রতিবার অন্তত ৯০ সেকেন্ডের গ্যাপে এই পেমেন্ট চেক করতে হবে।

চতুর্থ, এবার থেকে একজন ইউপিআই(UPI ) ব্যবহারকারী ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ ১০ বার রিফান্ডের অনুরোধ করতে পারবেন। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ৫ বার চার্জব্যাক করা যাবে।
অর্থাৎ আপনি কোথায় পেমেন্ট করলেন সার্ভার বা ইন্টারনেটের দরুণ টাকা গন্তব্য স্থলে পৌঁছায়নি এরপর আপনাকে সেই টাকা ফেরত দিত প্রতিদিন ২৪ ঘন্টা অন্তর এবার থেকে সেটা মাসে সর্ব্বোচ পাঁচ বারের বেশি ফেরত দিবে না।

এছাড়াও UPI এর নতুন নিয়ম অনুযায়ী দিনে সর্ব্বোচ পঞ্চাশ বারের বেশি ব্যালেন্স চেক করতে পারবেন না।