NHPC Job Vacancy 2024: মাধ্যমিক পাশে জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি!
মাধ্যমিক পাশে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনে কর্মী নিয়োগ! দেখুন আবেদন পদ্ধতি ও বেতন!
NHPC Limited Job Vacancy 2024: ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। NHPC Limited থেকে বিভিন্ন ট্রেডে মোট 64 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এই সমস্ত ট্রেডে আবেদন করতে পারবেন।
নিয়োগ করা হবে COPA, Welder, Stenographer & Secretarial Assistant, Plumber, Electronic Mechanic, Electrician, Fitter, Mechanic, Wireman, Turner, Machinist ট্রেডে।
NHPC Limited থেকে যে শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করা হচ্ছে,এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি উল্লেখ করা হয়েছে, বয়স কত চাওয়া হয়েছে, মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে, আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে? বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।
উপরে উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, কমপক্ষে 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে। এছাড়াও SC/ST/OBC/PH প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সের মধ্যে ছাড় পাবেন। বয়স হিসেব করা হবে 10/05/2024 তারিখ অনুযায়ী।
ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন কোম্পানির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়নি, কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে। তবে জানিয়ে দেওয়া হয়েছে সাম্মানিক ভাতা দেওয়া হবে Apprenticeship Act, 1961 অনুযায়ী।
উপরে উল্লেখিত ট্রেড গুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া করা হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকতে হবে। এর সঙ্গে প্রার্থীকে ITI পাশ করা থাকতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড একবার ভালো ভাবে দেখে নিন।
ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে প্রকাশিত শিক্ষানবিশ পদে আবেদন করতে হবে অনলাইনে। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 30/05/2024 তারিখ পর্যন্ত।
NHPC Limited Apprenticeship Power Station Recruitment Notification 2024:- Download
NHPC Limited Apprenticeship Online Apply Link:- Click