২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যৌথভাবে তিন জন যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের মেরি ই. ব্রুনকো ও ফ্রেড র্যামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।
নোবেল প্রাইজ নামক নোবেল পুরস্কারের অফিশিয়াল টুইটার একাউন্টে এ তথ্য প্রকাশ পায় সেখানে বলা হয়েছে, ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য’ যৌথভাবে তিনজনকে এ পুরস্কার দেয়া হয়েছে।
নোবেল কমিটি জানিয়েছে, এই আবিষ্কার ক্যান্সার ও অটোইমিউন রোগের নতুন চিকিৎসা উদ্ভাবনের জন্য একটি নতুন গবেষণা ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে। বিশেষভাবে, ‘রেগুলেটরি টি সেল’ নামের কোষের মাধ্যমে ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণ পায়।
তাদের গবেষণা উদ্ভাবন করেছে কীভাবে মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের অঙ্গকে আঘাত না করে নিয়ন্ত্রণে থাকে এ সংক্রান্ত গবেষণার জন্য তিন জন পাচ্ছেন নোবেল।
উল্লেখ্য, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এছাড়াও নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে।
