প্যান কার্ড অনলাইন আবেদন পদ্ধতি ও কি কি ডকুমেন্টস লাগবে দেখুন
প্যান (PAN) কার্ড যার পুরো নাম হলো Permanent account number। এটি একটি অদ্বিতীয় পরিচয় নম্বর যা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া (income tax department of India) জারি করেছে।
প্যান কার্ড আমাদের বিভিন্ন কাজে দরকার পরে। ব্যাঙ্কে একাউন্ট নাম্বার খোলার সময় লাগে। এছাড়াও পরিচয় পত্র কিংবা বয়সের প্রমাণ পত্র হিসাবেও প্যান কার্ড অনেক কাজে আসে।
আপনি কিভাবে মোবাইল দিয়ে বাড়িতে বসে প্যান কার্ড এর জন্য আবেদন করতে পারবেন তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।
Pan Card Online Apply Bengali:-
১) প্রথমে আপনাকে প্যান কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Apply Pan থেকে New Pan Card Apply অপশন সিলেক্ট করুন ও Individual সিলেক্ট করুন।
৩) এরপর নাম, আধার নাম্বার, জন্ম তারিখ বসিয়ে দিন।
৪) পরবর্তী পেজে বাবার নাম, ঠিকানা বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৫) এরপর ডকুমেন্টস আপলোড করুন। আপনি শুধুমাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ড আবেদন করতে পারবেন।
৬) প্যান কার্ড আবেদনে ৩ টি ডকুমেন্টস লাগে ক) পরিচয় পত্র, খ) বয়সের প্রমাণ, গ) বসবাসের প্রমাণপত্র।
৭) পরবর্তী পেজে আবেদনকারীর ফটো সিগনেচার আপলোড করুন।
৮) এরপর পেমেন্ট করে দিলেই হয়ে যাবে।
ভিডিও এর মাধ্যমে জানতে এখানে ক্লিক করুনঃ- দেখুন ভিডিও
Pan Card Website Link:- Apply
Pan Card Status Check:-
১) প্যান কার্ড আবেদন করার ওর আবেদন হয়েছে কি না, তা জানতে প্যান কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Acknowledgement Number বসিয়ে দিয়ে চেক করুন।
৩) নিচে প্যান কার্ড নাম্বার যদি চলে আসে তাহলে আপনার প্যান কার্ড হয়ে গেছে।
Pan Card Application Status Check Link:- Check
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক