স্কলারশিপ

Oasis Scholarship (SC/ST/OBC) 2022 অনলাইন আবেদন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ রয়েছে, তার মধ্যে একটি হলো Oasis Scholarship। ওয়েসিস স্কলারশিপ এ যেকোনো মার্কস থাকলেই আবেদন করা যায়। এখানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ক্লাস ৯ নবম থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, পি.এইচ.ডি সবাই আবেদন করতে পারবেন এখানে।

Oasis Scholarship Eligibility:-

১) পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) SC/ST/OBC সম্প্রদায়ের পড়ুয়া হতে হবে।
৩) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৪) শেষ পরীক্ষায় উত্তির্ন থাকতে হবে।
৫) Oasis Scholarship এ ক্লাস নবম ও দশম শ্রেণি থেকে SC/ST পড়ুয়ারা আবেদন করতে পারবে।
৬) ক্লাস ১১ থেকে OBC সম্প্রদায়ের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

Oasis Scholarship Amount:-

Oasis Scholarship এ কোন ক্লাসকে কত টাকা করে দেওয়া হয়, নিচের চার্ট টি ফলো করলেই বুঝতে পারবেন।

Oasis Scholarship Documents:-

১) শেষ পরীক্ষার মার্কশীট।
২) ভর্তির রসিদ।
৩) মাধ্যমিক পাশ করলে Admit Card।
৪) পড়ুয়ার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার।
৫) আবেদনকারীর আধার কার্ড।
৬) পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
৭) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো।
৮) SC/ST/OBC সার্টিফিকেট এর জেরক্স।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022-23 আবেদন পদ্ধতিঃ- দেখুন 

Oasis Scholarship Online Apply 2022-23:-

ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে হয় অনলাইনে। এরজন্য Oasis Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সেখান থেকে অনলাইনে আবেদন করতে হবে।নাম,ঠিকানা, জাতিগত শংসাপত্র নাম্বার ইত্যাদি বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর কোন স্কুল / কলেজ/ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কোন ক্লাসে তা বসিয়ে দিন। এইভাবে ফিলাপ করে নিতে হবে। Oasis Scholarship 2022 Full Apply ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।  ইতিমধ্যেই আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে।

Oasis Scholarship Online Apply Link:- Apply

Oasis Scholarship 2022-23 Status Check:

ওয়েসিস স্কলারশিপ 2022 এ আবেদন করার পর কিভাবে বুঝতে পারবেন যে, আপনার একাউন্টে কবে টাকা আসবে? আবেদন এপ্রুভ হয়েছে কিনা।

১) এরজন্য প্রথমে Oasis Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Track An Application এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার জেলার নাম কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন জেলার মধ্যে তা সিলেক্ট করুন।
৪) এরপর পরবর্তী পেজে Application Id নাম্বার ও কোন বর্ষের টাকা চেক করতে চান তা সিলেক্ট করুন।
৫) এরপর সমস্ত ডিটেইলস দেখে নিতে পারবেন।

Oasis Scholarship Status Check:- Click

তবে মনে রাখবেন, ভারত সরকারের নতুন নির্দেশিকা অনুসারে, প্রথম পর্যায়ে মোট টাকার 40% আপনার একাউন্টে চলে আসবে। এরপর অবশিষ্ট 60% টাকা কোর্স শেষ হওয়ার আগেই যথাসময়ে আপনার একাউন্টে চলে আসবে (For Pre Matric and Post Matric SC Students)।

Oasis Scholarship এ আবেদন করার পর, আবেদন কপি ও ডকুমেন্টস সহকারে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে জমা করে আসতে হবে।

Oasis Scholarship নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে অফিস সময়ে ফোন করুনঃ– +91 84200 23311

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related Articles

Back to top button