স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 নতুন আবেদন পদ্ধতি

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছেন। এখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর এমনকি পলিটেকনিক, পি.এইচ.ডি থেকে শুরু করে ডিপ্লোমা কোর্স পর্যন্ত প্রত্যেক পড়ুয়া এখানে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে ১২ হাজার টাকা থেকে শুরু করে ৯৬ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবেন বার্ষিক। এখানে SC/ST/OBC/GEN সবাই আবেদন করতে পারবেন। এই স্কলারশিপ এর টাকা মাসিক হিসাব হলেও সরকার একসাথে বছরে মোট টাকা একসঙ্গে পড়ুয়ার একাউন্টে সরাসরি পাঠিয়ে দেয়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার যোগ্যতাঃ-

১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পারিবারিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকা কিংবা তার কম হতে হবে।
৩) পশ্চিমবঙ্গের মধ্যে স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে পাঠরত থাকতে হবে।
৪) মাধ্যমিক পাশ করতে হবে ৬০% নাম্বার সহ, মাধ্যমিক পাশ যারা আবেদন করবে।
৫) উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ৬০% নাম্বার নিয়ে, যদি উচ্চ মাধ্যমিক পাশ এ আবেদন করতে চান।
৬) স্নাতক পাশ করতে হবে ৫৩% নাম্বার নিয়ে, স্নাতক পাশ করে আবেদন করতে গেলে।
৭) পলিটেকনিক / ডিপ্লোমা কোর্স পড়ুয়াদের ৬০% নাম্বার নিয়ে পাশ করতে হবে।


৮) পরবর্তী ক্লাসে ভর্তি না হলে এই স্কলারশিপ পাবেন না। যেমনঃ- মাধ্যমিক পাশ করলে একাদশ শ্রেনীতে ভর্তি হতে হবে। দ্বাদশ পাশ করলে স্নাতক স্তরে ভর্তি হতে হবে।
৯) যারা কন্যাশ্রী K1& K2 পেয়েছে, তারা যদি স্নাতকোত্তর এ ৪৫% নাম্বার নিয়ে ভর্তি হয় তাহলে তারা ২৪ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা স্কলারশিপ পাবে।
১০) এবছর থেকে D.El.Ed ও B.Ed পড়ুয়ারাও আবেদন করতে পাচ্ছে।

Oasis Scholarship 2022-23 (SC,ST,OBC) আবেদন পদ্ধতিঃ- দেখুন 

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে কত টাকা পাওয়া যায়ঃ

নিচের চার্টটি লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে মাসিক হিসাবে টাকা উল্লেখ করা আছে আপনি ১২ মাস দিয়ে গুন করে হিসাব করে নিবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করলে কি কি ডকুমেন্টস লাগবেঃ

সমস্ত ডকুমেন্টস 400KB এর মধ্যে PDF আকারে আপলোড করতে হবে।

Documents to be uploaded for Fresh and Kanyashree Application:

১) মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার মার্কশীট (দুই সাইট)।
২) শেষ পরীক্ষার মার্কশীট Board/Council/University/College ( দুই সাইট)
৩) ভর্তির রসিদ(Admission receipt)
৪) ইনকাম সার্টিফিকেট [ Income certificate of family (Not Applicable for Kanyashree)] (BDO/SDO/Jt. BDO / BLRO (Panchayat Area), Executive Officer / Finance Officer / Education Officer in case of municipality, Commissioner / Dy. Com / Municipal secretary in case of Corporation Area, G.R-A Gazetted Officer)

৫) বসবাসের প্রমাণ সরূপঃ- Aadhaar ID/Voter ID/Ration card/Certificate Issued by concerned authority।

৬) ব্যাঙ্কের পাশ বই (1st Page, containing A/C No. and IFSC)

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি 

রিনুয়্যালদের ডকুমেন্টসঃ- Documents to be uploaded for Renewal Application:

১) বর্তামানে পাঠরত শেষ পরীক্ষার মার্কশীট (Both sides and in case of semester examination system, both semester Marksheets)।
২) পরবর্তী ক্লাসের ভর্তির রসিদ (Admission receipt for the promotion to the next higher class)
৩) ইনকাম সার্টিফিকেট (BDO/SDO/Jt. BDO / BLRO (Panchayat Area), Executive Officer / Finance Officer / Education Officer in case of municipality, Commissioner / Dy. Com / Municipal secretary in case of Corporation Area, G.R-A Gazetted Officer)

আবেদন পদ্ধতিঃ-

আবেদন করতে হবে অনলাইনে। Swami Vivekananda Merit Cum Means Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইটে আসার পর Registration এ ক্লিক করে নাম,ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি বসিয়ে দিয়ে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন পদ্ধতি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।

Swami Vivekananda Scholarship Online Apply Link Minority Apply

Swami Vivekananda Scholarship Online Link – Apply

কোনোরকম আরও জানার থাকলে যোগাযোগ করুনঃ-

helpdesk.svmcm-wb@gov.in 

+91 1800-102-8014

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেঃ- যুক্ত হন লিংক

Related Articles

Back to top button