OBC 2010 List West Bengal: নতুন OBC সংরক্ষণে হাইকোর্টের স্থগিতাদেশ! বিপাকে পড়ুয়ারা ও চাকরি প্রার্থীরা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের নতুন ওবিসি সংরক্ষণ তালিকায় হাইকোর্টের স্থগিতাদেশ। হাইকোর্টে ধাক্কা খেল রাজ্যের ওবিসি তালিকাভুক্তরা , সমস্যায় পড়ুয়ারা ও চাকরি-প্রার্থীরা! রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকা ও বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে কলেজে ভর্তি ও চাকরি নিয়োগে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থা জানিয়ে দেন, রাজ্য সরকার যেসব নতুন জাতিকে ওবিসি তালিকায় যুক্ত করেছে, তা আপাতত স্থগিত থাকবে। তবে ২০১০ সালের আগের ওবিসি তালিকায় থাকা ৬৬টি গোষ্ঠীর ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য নয়।রাজ্য সরকার ইতিমধ্যে ১৪০টি নতুন জাতিকে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করেছিল ওবিসি র, সেই তালিকায় আপাতত কোনো কাজ হবে না বলে জানান কোর্ট। এই স্থগিতাদেশ আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী শুনানি হবে ২৪ জুলাই হবে।

কোর্টের এই আদেশের ফলে কলেজ ভর্তি, WBSSC সহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানায়, পড়ুয়াদের কলেজে ভর্তি নিয়ে চিন্তার কিছু নেই। রাজ্যের কলেজে ভর্তির পোর্টাল আগামীকাল ১৮ জুন সকাল ১০টা থেকে চালু হবে এবং প্রথম পর্যায়ের আবেদন চলবে ১ জুলাই পর্যন্ত। আবেদন করা যাবে একসঙ্গে ২৫ মতো কলেজ ও বিষয়ে। পুরো ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। অ্যাডমিশন চার্জ লাগবে না।

WB College Admission 2025: ১ আগস্ট থেকে ক্লাস শুরু,ভর্তি কবে,মেরিট লিস্ট কবে,শেষ তারিখ -জানিয়ে দিলো উচ্চশিক্ষা দপ্তর!

কেন স্থগিত করলো রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকা?

আদালত জানায় আদালতের আগের নির্দেশ না মেনে রাজ্য একতরফাভাবে ওবিসি তালিকা প্রকাশ করেছে। আইনগত ভুল ও সুপ্রিম কোর্টের রায় না আসায় হাইকোর্ট ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকায়।

SL No OBC List 2011 West Bengal
1 Kapali
2 Baishya Kapali
3 Kurmi
4 Sutradhar
5 Karmakar
6 Kumbhakar
7 Swarnakar
8 Teli, Kolu
9 Napit
10 Yogi, Nath
11 Goala, Gope (Pallav Gope, Ballav Gope, Yadav Gope, Gope, Ahir and Yadav)
12 Moira (Halwai), Modak (Halwai)
13 Barujibi
14 Satchasi
15 Malakar
16 Jolah (Ansari-Momin)
17 Kansari
18 Tanti, Tantubaya
19 Dhanuk
20 Shankakar
21 Keori/Koiri
22 Raju
23 Nagar
24 Karani
25 Sarak
26 Tamboli/Tamali
27 Kosta/Koshta
28 Roniwar/Rauniyar
29 Scheduled Castes converts to Christianity and their progeny
30 Lakhera/Laahera
31 Fakir, Sain
32 Kahar
33 Betkar (Bentkar)
34 Chitrakar
35 Bhujel
36 Newar
37 Mangar
38 Nembang
39 Sampang
40 Bungchheng
41 Thami
42 Jogi
43 Dhimal
44 Hawari, Dhobi (excluding SCs)
45 Bhar
46 Khandait
47 Gangot
48 Turha
49 Dhunia
50 Patidar
51 Kasai
52 Hele / Halia / Chasi-Kaibartta, Das Kaibartta
53 Banssi Barman
54 Nashya-Sekh
55 Pahadia Muslim
56 Khen (Non-Bania category)
57 Sukli
58 Sunuwar
59 Bharbhuja
60 Dewan
61 Rai (including Chamling)
62 Rayeen (Kunjra)
63 Shershabadia
64 Devanga
65 Hajam (Muslim)
66 Chowduli (Muslim)
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।