ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায় | Indian Passport Apply Online Step by Step

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভারতীয় পাসপোর্ট কী এবং কেন প্রয়োজন?

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পাসপোর্ট (Passport) এমন একটি গুরুত্বপূর্ণ নথি, যা আন্তর্জাতিক ভ্রমণের পাশাপাশি পরিচয়পত্র এবং জাতীয়তা প্রমাণ হিসাবে কাজ করে। ভারত সরকারের দ্বারা জারী করা একটি গুরুত্বপূর্ণ নথি এই পাসপোর্ট।

ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন করতে যা যা লাগবে:

1. Identity Proof: ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স)

2. Address Proof: বিদ্যুৎ বিল, রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি )

3. Birth Proof: জন্ম শংসাপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ বা প্যান কার্ড ইত্যাদি।

4. পাসপোর্ট সাইজ ছবি (বাধ্যতামূলক নয়, কেননা ফর্ম জমা দেওয়ার সময় ছবি তোলা হয়, অর্থাৎ PSK তে)

পাসপোর্টে অনলাইন আবেদন পদ্ধতি (Step-by-Step Guide):

১) প্রথমে, Passport Seva এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। ভিজিট করুন: https://www.passportindia.gov.in

২) এরপর ডান দিকে ‘Register Now’ এ ক্লিক করুন।

৩) একটি অ্যাকাউন্ট তৈরি করুন নাম, জিমেইল আইডি উল্লেখ করে।

৪) Email ভেরিফিকেশন সম্পন্ন করুন, এরপর আপনার অ্যাকাউন্ট তৈরি।

৫) এরপ হোম পেজে থাকা Log In এ ক্লিক করুন এবং আইডি পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।

৬) এরপর “Apply for Fresh Passport/Reissue” এই অপশনে ক্লিক করুন।

৭) এরপর সঠিক ভাবে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করুন। আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা, জন্ম তথ্য ও অন্যান্য বিবরণ সঠিক ভাবে উল্লেখ করুন।

৮) এরপর সবকিছু পূরণ হয়ে গেলে ফাইনাল সাবমিট করুন।

৯) এরপর আবেদন ফি Net Banking, Debit/Credit Card বা UPI-এর মাধ্যমে পেমেন্ট করুন। এখানে 1,500 টাকা (Normal পাসপোর্ট) এবং 3,500 (Tatkal পাসপোর্ট) ফি পেমেন্ট করুন।

১০) Appointment বুক করুন, নিকটবর্তী পাসপোর্ট অফিস/ Passport Seva Kendra সিলেক্ট করুন। এরপর তারিখ ও সময় সিলেক্ট করে Appointment কনফার্ম করুন।

PSK-তে যা নিয়ে যেতে হবে (Appointment দিনের জন্য যে সমস্ত ডকুমেন্টস):

১) Appointment স্লিপ (প্রিন্ট করে)

২) জন্মের প্রমান পত্র, বসবাসের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার তথ্য(যদি থাকে) আসল ও ফটোকপি। PSK তে আপনার ছবি ও বায়োমেট্রিক সেখানেই নেওয়া হবে। যা পাসপোর্ট এর মধ্যে থাকবে।

কতদিনে পাসপোর্ট পাওয়া যায়?

Normal Passport 7 থেকে ৯০ দিনের মধ্যে। আর Tatkal Passport 7 থেকে 15 দিনের মধ্যে। বিশেষ কিছু কারনে কম বেশি হতে পারে সময়সীমা।

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন:

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক। পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনার ঠিকানা ও পরিচয় নিশ্চিত করতে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয়। আপনার নিকটবর্তী বা স্থানীয় থানায় রিপোর্ট যায়, আবেদন করার সময় যে ঠিকানা উল্লেখ করেছেন। পুলিশ সরাসরি বাড়িতে আসতে পারে অথবা আপনাকে ফোন করে থানায় ডেকে নিতে পারে। পুলিশ ভেরিফিকেশনের সময়, যা যা লাগবে – আবেদন রিসিপ্ট কপি, ঠিকানার প্রমাণ, পরিচয়পত্রের প্রমাণ, জন্ম প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমান (যদি থাকে) ইত্যাদি নথি।

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক দেওয়া হলো:
👉 Passport Online Apply Link – Official Website Click

👉 Passport Fee Calculator Link: Click Now

👉 Passport Document List Link: Check Now

Passport Application Status Check Link:- Click