প্রকল্প

PM Kisan ১৪তম কিস্তির টাকা ২৮ জুলাই, কারা টাকা পাবে না দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি(PM Kisan Samman Nidhi Yojana) যোজনা হল কেন্দ্রীয় সরকারের যোজনা গুলির মধ্যে একটি। দেশের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ২০১৮ সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় বার্ষিক ৬ হাজার টাকা ৩ টি কিস্তিতে পাঠানো হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পাঠানোর দিনক্ষণ ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ১৪তম কিস্তির(pm kisan 14th installment date 2023) টাকা ২৮ জুলাই ২০২৩ থেকে পাঠানো হবে। এবার ৮.৫ কোটি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি(DBT) টাকা পাঠানো হবে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আসলো কিনা কিভাবে চেক করবেন?
১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।


২) এরপর Beneficiary Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আবেদন করার সময় যে রেজিষ্ট্রেশন নাম্বার পেয়েছেন তা বসিয়ে দিয়ে Get Data তে ক্লিক করুন।
৪) পরবর্তী ধাপে আপনার সমস্ত তথ্য চলে আসবে আবেদনের ও কোন একাউন্টে কবে টাকা ক্রেডিট হলো তা চেক করতে পারবেন। এছাড়াও টাকা পাবেন কিনা তা দেখতে পারবেন।

PM-Kisan Helpline No. 155261 / 011-24300606
PM Kisan Website Link:- ক্লিক

Related Articles

Back to top button