PM Kisan টাকা পাচ্ছেন আর কয়েকঘন্টা পরই, 2 হাজার নাকি 10 হাজার পাবেন?দেখুন তাড়াতাড়ি
আর কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলছে PM Kisan Samman Nidhi প্রকল্পের 16তম কিস্তির টাকা। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকেরা বার্ষিক 6 হাজার টাকা করে পেয়ে থাকে।
তবে 28শে ফেব্রুয়ারী রাজ্যের অনেক কৃষক পাবেন 2 হাজার টাকার পরিবর্তে 4 হাজার কিংবা 6 হাজার অনেকে আবার 10 হাজার টাকা পর্যন্ত। আপনি কয়েকটি ধাপ ফলো করে দেখে নিন PM Kisan Samman Nidhi প্রকল্পের কত টাকা আপনার জন্য বরাদ্দ হয়েছে। আপনি 2 হাজার নাকি 10 হাজার টাকা পেতে চলেছেন।
PM Kisan Samman Nidhi প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সারা ভারত জুড়ে কৃষকেরা। রাজ্য সরকার যেমন কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন, যার মাধ্যমে বার্ষিক 10 হাজার টাকা দেওয়া হয়। তেমনি কেন্দ্র সরকারেরও এটি একটি কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার বার্ষিক 6 হাজার টাকা দিয়ে থাকেন। চার মাস অন্তর অন্তর 2 হাজার করে মোট 6 হাজার টাকা।
PM Kisan প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আসবে যাদের e-KYC, Aadhaar Bank Seeding এবং Land Seeding Yes রয়েছে। আপনি কিভাবে বুঝবেন আপনার PM Kisan এর এই তিনটি ধাপ Yes রয়েছে। নিচের কয়েকটি ধাপ ফলো করুন-
ক) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
খ) এরপর Know Your Ststuyএ ক্লিক করুন।
গ) এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে লগইন করে দেখে নিন Eligibility অপশন থেকে। যদি রেজিস্ট্রেশন নাম্বার না জেনে থাকেন তাহলে নিচের ধাপ গুলো ফলো করুন।
PM Kisan Registration Number Find. How To Find PM Kisan Registration Number
ক) প্রথমে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
খ) এরপর Know Your Status এ ক্লিক করুন।
গ) পরবর্তী পেজে Know Your Registration No এ ক্লিক করুন।
ঘ) এরপর ধাপে আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার বের করে নিন।
PM Kisan প্রকল্পের কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, তা দেখে নিন কয়েকটি ধাপ ফলো করে-
১) প্রথমে আপনাকে PFMS এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর DBT Status Of Beneficiary And Payment Derails এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Category থেকে PM Kisan সিলেক্ট করুন।
৪) নিচের ধাপে Payment অপশন সিলেক্ট করুন।
৫) এরপর আপনার PM Kisan Registration No উল্লেখ করে নিচে ক্যাপচার কোড বসিয়ে সার্চে ক্লিক করুন।
৬) আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে, এরপর দেখে নিন কতগুলো কিস্তির টাকা আপনার ব্যাঙ্কে আসবে।
PM Kisan Website Link:- Click
PM Kisan Payment Check PFMS Website:- Click