রাজ্য সরকারের যেমন কৃষকদের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু করেছেন। যার মাধ্যমে কৃষকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সর্বোচ্চ ১০ হাজার টাকা ও নূন্যতম ৪ হাজার টাকা পেয়ে থাকে দুটি কিস্তির মাধ্যমে।
তেমনি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে কৃষকদের জন্য একটি প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। PM Kisan প্রকল্পের মাধ্যমে কৃষকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ হাজার টাকা পেয়ে থাকে। PM Kisan প্রকল্পের টাকা ৩ টি কিস্তিতে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা আবেদনকারীর Account এ চলে আসে।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার নতুন লিস্ট প্রকাশিত হলো,লিস্টে নাম থাকলে আপনিও আপনার Bank Account এ 6000/- টাকা পেয়ে যাবেন। PM Kisan New List 2023 West Bengal কিভাবে চেক করবেন, তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।
PM Kisan New List 2023 West Bengal
১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Beneficiary List এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে State>District>Sub-District>Block>Village সিলেক্ট করে Get Report এ ক্লিক করুন।
৪) এরপর আপনার সামনে আপনার গ্রামের সমস্ত Beneficiary এর নামের List চলে আসবে।এরপর দেখে নিন আপনার নাম রয়েছে কিনা।
PM Kisan Beneficiary Status Check West Bengal 2023
১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Beneficiary Status এ ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে Mobile Number অথবা Registration Number দিয়ে Get Data তে ক্লিক করে আপনার স্ট্যাটাস চেক করে নিন।কোন একাউন্টে টাকা আসলো, আবেদন এপ্রুভ নাকি রিজেক্ট।
PM Kisan Website Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক