প্রকল্প

PM Kisan নতুন আবেদন পদ্ধতি দেখুন অনলাইনে,কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এবার

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

কৃষক বন্ধুদের জন্য সুখবর, নতুন করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে অনলাইনে আবেদন শুরু হলো। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করলে কৃষকরা প্রতি বছরে ৬০০০ টাকা করে সরাসরি একাউন্টে পেয়ে থাকেন।এই টাকা টি ৩ টি কিস্তিতে ভাগ করে দেওয়া হয় বছরে। ইতিমধ্যেই আরও একটি আপডেট আসছে যে এই টাকার পরিমাণ মোদি সরকার বাড়াতে চলেছে অর্থাৎ এখন কিস্তিতে ২ হাজার টাকা পরিবর্তে ৪ হাজার টাকা করে পাবেন।যদি এটি চালু হয় তাহলে এবার কৃষকরা বছরে ৬ হাজার টাকার বদলে ১২ হাজার টাকা করে পেয়ে যাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই সুবিধা পাওয়ার জন্য কৃষককে আবেদন করতে হবে অনলাইনে PM Kisan New Registration । কেন্দ্র সরকার কয়েকবছর আগেই এই প্রকল্প চালু করেছেন ও তার লাভ দিয়ে আসছেন কৃষকদের। আর আগে থেকেই এই প্রকল্পে আবেদন করতে হতো অনলাইনে। তবে ইতিমধ্যেই সেই অনলাইন আবেদন পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে।আপনি যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে আবেদন করেন তাহলে আপনিও বছরে ১২ হাজার টাকা করে পেয়ে যাবেন ফ্রী। এরজন্য অবশ্যই আপনাকে আবেদন করতে হবে অনলাইনে। নতুন আপডেটে কিভাবে আবেদন করবেন অনলাইনে দেখুন….

PM Kisan New Registration Online Bengali:-

১) প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হলো…


২) এরপর New Farmers Registration এ ক্লিক করতে হবে।
৩) এরপর পরবর্তী পেজে আপনাকে আপনার আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, রাজ্যের নাম বসিয়ে Send OTP তে ক্লিক করতে হবে।
৪) এরপর পরবর্তী পেজে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ OTP আসবে চার সংখ্যার, সেটি বসিয়ে দিয়ে সাবমিট করতেই পরবর্তী পেজটি আসবে।
৫) এরপর আপনাকে রেজিষ্ট্রেশন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করতে হবে। আপনার জেলার নাম, ব্লকের নাম, ওয়ার্ড বা গ্রামের নাম, নিজের নাম, বাবার নাম/স্বামীর নাম,রেশন কার্ড নাম্বার, Land Registration Id Number, ইত্যাদি বসিয়ে দিতে হবে।


৬) এবং নিচে আপনাকে জমির পরিমান উল্লেখ করতে হবে ও খতিয়ান নং, দাগ নং ইত্যাদি বসিয়ে দিতে হবে।
৭) নতুন আপডেটে আরও একটি অপশন যুক্ত হয়েছে যেখানে আপনার আধার কার্ড, জমির কাগজ, ব্যাঙ্ক পাশ বই আপলোড করতে হবে।
৮) এরপর নিচে T&C টিক দিয়ে সাবমিট করতেই আপনার আবেদন হয়ে যাবে।
৯) এরপর আপনি পরবর্তী যে কোনো সনয় আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইট এসে।

PM Kisan New Registration Online Link:- ক্লিক করুন

PM Kisan New Registration Online Full Process Video:- দেখুন ভিডিওটি

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবেঃ-
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করার জন্য আপনার এই সমস্ত ডকুমেন্টস থাকতেই হবে….

১) আপনার রেশন কার্ড থাকতে হবে।
২) আপনার আধার কার্ড থাকতে হবে।
৩) আপনার বয়স ১৮ বছর কমপক্ষে থাকতে হবে।
৪) আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে।
৫) আপনার নামে জমির কম্পিউটার খতিয়ান থাকতে হবে।

Related Articles

Back to top button