PM Kisan New Update 2025: PM-Kisan টাকা আর পাবেন না,জানিয়ে দিলো – কাদের বন্ধ হলো টাকা দেখুন, করনীয় কি!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের টাকা আর অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। এমনকি পাওয়া টাকাও ফেরত দিতে হতে পারে? PM-Kisan প্রকল্পে বপশ কিছু অযোগ্য সন্দেহভাজন কেস ধরা পরেছে। এই তথ্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল পোর্টালে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এতদিন এক পরিবারের একাধিক সদস্য এই প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন, কিন্তু এখন থেকে আর তা হবে না। ইতিমধ্যেই বহু কৃষকের টাকা আসা বন্ধ হয়ে গেছে। খুব শীঘ্রই আরও অনেক কৃষকের ক্ষেত্রেও টাকা বন্ধ হয়ে যেতে পারে।

আপনি যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করে থাকেন এবং এতদিন এর সুবিধা পেয়ে থাকেন, তাহলে জেনে নিন— কোন কোন কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর প্রধানমন্ত্রী কিষান যোজনার টাকা আসবে না। এই ভুলগুলো করে থাকলে আপনার ক্ষেত্রেও টাকা বন্ধ হয়ে যেতে পারে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে মোট ৬,০০০ টাকা পাঠিয়ে থাকেন। এই অর্থ ৩টি কিস্তিতে দেওয়া হয়— প্রতিটি কিস্তিতে ২,০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২০তম কিস্তির টাকা যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

আপনি কিংবা আপনার পরিবার যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এবং এখনও পাচ্ছেন, তাহলে জেনে নিন— ঠিক কোন কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে।

কি কি কারনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা ব্যাঙ্কে আর আসবে নাঃ-

১) যে সকল কৃষক ০১ ফেব্রুয়ারি ২০১৯ সালের পরে জমি ক্রয় করেছেন বা জমির মালিকানা অর্জন করেছেন, তারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা/অর্থের জন্য যোগ্য হবেন না।

২) এতদিন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা একটি পরিবারের একাধিক সদস্য পেয়ে আসছিলেন (যেমন— স্বামী-স্ত্রী উভয়ই, প্রাপ্তবয়স্ক ও নাবালক সন্তান ইত্যাদি)। এখন থেকে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করা হয়েছে।

৩) যেসকল কৃষক পরিবারের সদস্য কোনে প্রাতিষ্ঠানিক জমির মালিক তারা এই প্রকল্পের জন্য যোগ্য নয়।

৪) এছাড়াও সাংবিধানিক পদাধিকারী (বর্তমান/প্রাক্তন), কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মকর্তা/কর্মচারী (গ্রুপ D বা মাল্টি-টাস্কিং বাদে), মাসিক 10,000 টাকা বা তার বেশি পেনশনভোগী, গত অর্থবর্ষে আয়কর প্রদানকারী অথবা নিবন্ধিত ও সক্রিয় চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা স্থপতি — তারা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য নন।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা ব্যাঙ্কে জমা হওয়া বন্ধ হলে করনীয় কিঃ– আপনি যদি উপরে উল্লেখিত শর্তের মধ্যে পরে থাকেন ও টাকা পাচ্ছেন তাহলে খুব শীঘ্রই আপনার টাকা আসা বন্ধ হয়ে যাবে। আর আপনি তা Know Your Status (KYS) এ ক্লিক করে দেখে নিতে পারবেন, কি কারনে টাকা আসা বন্ধ হয়েছে। আপনার পরিবারের একাধিক সদস্য যদি টাকা পেয়ে থাকে, তাহলে আপনার পরিবারের সকল সদস্যদের টাকা আসা বন্ধ হয়ে যাবে। এরপর নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে, যেকোনো একজন সদস্যের আবেদন চালু করতে পারবেন। আরও বিশদে জানতে PM-Kisan এর অফিসিয়াল পোর্টাল ও নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন।