প্রকল্প

প্রধানমন্ত্রী কিষান যোজনা অনলাইন আবেদন ও টাকা চেক করুন মোবাইলে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রধানমন্ত্রী কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা তাদের একাউন্টে বছরে ৬ হাজার টাকা করে পেয়ে থাকে ৩ টি কিস্তিতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে লাভ পেতে গেলে, অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর কবে টাকা পাবেন? কিভাবে স্ট্যাটাস চেক করবেন? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন / Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana Online Apply:-

১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর আপনাকে New Farmer Registration এ ক্লিক করতে হবে।

৩) পরবর্তী পেজে আপনাকে আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করতে হবে।
৪) এরপর আপনার সামনে আপনার নাম,ঠিকানা, বাবার/স্বামীর নাম,আধার কার্ড নাম্বার, বয়স,লিঙ্গ ইত্যাদি চলে আসবে।
৫) বাকি ফাঁকা ঘর গুলো পুরোন করে নিন, এখানে জমির তথ্য উল্লেখ করে দিন ও আধার কার্ড ও জমির খতিয়ান PDF আকারে আপলোড করে সাবমিট করুন।
৬) সাবমিট করতেই আপনার আবেদন হয়ে যাবে। আর ও বিস্তারিত জানতে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কত টাকা দেওয়া হয় / PM Kisan Samman Nidhi Yojana Installment Details :-

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে ৩ টি কিস্তিতে ৬ হাজার টাকা দেওয়া হয়। ৪ মাস অন্তর অন্তর এই কিস্তি ২ হাজার টাকা করে কৃষকদের একাউন্টে চলে আসে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আধার কার্ড এর মাধ্যমে একাউন্টে আসে, তাই আধার কার্ড ও ব্যাঙ্ক একাউন্ট নাম্বার লিংক থাকতে হবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা প্রথম কিস্তিঃ April-July মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তি August to November মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে আর অপর তৃতীয় কিস্তির টাকা December to March এর মধ্যে দেওয়া হয় কৃষকদের একাউন্টে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্ট্যাটাস চেক/ PM Kisan Beneficiary Status Check Online:-

১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর আপনাকে Beneficiary Status এ ক্লিক করতে হবে।
৩) এখানে মোবাইল নাম্বার ও ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে সাবমিট করতেই স্ট্যাটাস দেখতে পারবেন।
৪) আপনার আবেদন এপ্রুভ হয়েছে কি না? টাকা আসলো কি না? কেন একাউন্টে আসলো, তা আপনি এখান থেকে দেখতে পারবেন।

PM Kisan Official Website Link:- Apply

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button