বেকার যুবকদের জন্য বড় ঘোষণা মোদীর, প্রতি মাসে ১ হাজার টাকা ভাতা,দেখুন

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বিধানসভা ভোটের আগে বিহারের শিক্ষিত বেকারদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নতুন দিল্লিতে ৬২ হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন যুব কেন্দ্রিক ও এক হাজার সরকারি আইটিআই প্রতিষ্ঠানকে আধুনিকীকরণের জন্য ‘পিএম-সেতু’ (PM-SETU) প্রকল্পের উদ্বোধন করেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এছাড়া এই প্রকল্পের অধীনে প্রায় পাঁচ লক্ষ স্নাতক যুবক-যুবতীকে দু’বছর ধরে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

এছাড়া প্রধানমন্ত্রী ৩৪-টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪-টো নবোদয় এবং ২-শোটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, ১২-শোটি বৃত্তিগত প্রশিক্ষণ ল্যাবরও উদ্বোধন করেন। যদিও দেশের বেকারের এক চতুর্থাংশই বিহারকে ধরা হয়।

উল্লেখ্য , বিহারের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঋণ সুদমুক্ত করেছেন এবং পরিশোধের সময়সীমা বাড়িয়েছেন।

Related News