বিধানসভা ভোটের আগে বিহারের শিক্ষিত বেকারদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নতুন দিল্লিতে ৬২ হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন যুব কেন্দ্রিক ও এক হাজার সরকারি আইটিআই প্রতিষ্ঠানকে আধুনিকীকরণের জন্য ‘পিএম-সেতু’ (PM-SETU) প্রকল্পের উদ্বোধন করেন।
এছাড়া এই প্রকল্পের অধীনে প্রায় পাঁচ লক্ষ স্নাতক যুবক-যুবতীকে দু’বছর ধরে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
এছাড়া প্রধানমন্ত্রী ৩৪-টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪-টো নবোদয় এবং ২-শোটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, ১২-শোটি বৃত্তিগত প্রশিক্ষণ ল্যাবরও উদ্বোধন করেন। যদিও দেশের বেকারের এক চতুর্থাংশই বিহারকে ধরা হয়।
উল্লেখ্য , বিহারের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঋণ সুদমুক্ত করেছেন এবং পরিশোধের সময়সীমা বাড়িয়েছেন।
