প্রকল্প

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অনলাইন আবেদন, প্রতিদিন ৫০০ টাকা করে ও ১৫ হাজার টাকা!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

Pm Vishwakarma Yojana Online Apply:- বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর চালু করেন পিএম বিশ্বকর্মা যোজনা(PM Vishwakarma Yojana)। এর আগেই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কথা বলা হয়েছিল ২০২৩-২৪ সালের সাধারণ বাজেটে। PM Vishwakarma Yojana এর সুবিধা দেওয়া হবে প্রায় ১৮টি পেশার সঙ্গে যুক্ত শ্রমিকদের। PM Vishwakarma প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Vishwakarma Yojana এর মাধ্যমে শিল্পী -কারিগররা ট্রেনিং চলাকালীন প্রতি দিন ৫০০ টাকা অনুদান পাবেন। এর পাশাপাশি, যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকার ভাউচার দেওয়া হবে।

PM Vishwakarma Yojana তে কারা কারা আবেদন করার শর্ত?

১) এই প্রকল্পে শুধুমাত্র শিল্পী-কারিগররা আবেদন করতে পারবেন।
২) আবেদন করার জন্য কমপক্ষে বয়স ১৮ বছর হতে হবে।
৩) পরিবারের যেকোনো ১ জন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন।
৪) পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
৫) যদি কোনো শ্রমিক ইতিমধ্যেই রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের কোনো প্রকল্প থেকে লোন নিয়ে থাকে, তাহলে এই প্রকল্পের লাভ পাবেন না।

PM Vishwakarma Yojana এর সুবিধা কোন কোন ব্যক্তিরা পাবেন?

যারা কাঠমিস্ত্রি,কামার,স্বর্ণকার,রাজ মিস্ত্রি,নাপিত,মালাকার,ধোপা,দর্জি,ছুতোর,অস্ত্রকার,ভাস্কর,পাথর খোদাইকারী-পাথর ভাঙা,মুচি/জুতা প্রস্তুতকারক,নৌকা নির্মাতা,
ঝুড়ি/মাদুর/ঝাড়ু প্রস্তুতকারক
পুতুল এবং খেলনা নির্মাতারা,হাতুড়ি এবং টুলকিট প্রস্তুতকারক,
মাছ ধরার জাল প্রস্তুতকারক ইত্যাদি শ্রেনীর মানুষেরা এই প্রকল্পে আবেদন করতে পরবেন।

PM Vishwakarma Yojana Benefit:-

১) এই প্রকল্পে আবেদন করলে ট্রেনিং চলাকালীন প্রতি দিন ৫০০ টাকা অনুদান পাবেন শিল্পী -কারিগররা।
২) যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকার ভাউচার দেওয়া হবে।
৩) প্রথম ধাপে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে ৫ শতাংশ সুদের হারে। ঋণের মেয়াদ থাকবে ১৮ মাস পর্যন্ত।
৪) দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, আর সুদের হার থাকবে ৫ শতাংশ হারে। আর ঋণের মেয়াদ ৩০ মাস পর্যন্ত।

PM Vishwakarma Yojana Online Apply Link:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক

Related Articles

Back to top button