PMKVY রেজিষ্ট্রেশন করুন পাবেন ৮ হাজার টাকা ও ট্রেনিং শেষে চাকরি, কেন্দ্র সরকারের প্রকল্প

Published By: MD 360 NEWS | Updated:

দেশের যুব সমাজকে স্বনির্ভর করে গড়ে তুলতে কেন্দ্র সরকার একাধিক প্রকল্প চালু করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা(PMKVY)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা PMKVY ভারত সরকার ২০১৫ সালে চালু করেন। এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য হল, যে সমস্ত যুবক ও যুবতী অল্প শিক্ষিত বা যাঁরা মাঝপথে স্কুল ছেড়েছেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এই প্রকল্পে আবেদন করতে কোনোরকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন ও প্রশিক্ষণ। এছাড়াও প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় সরকারি ভাবে প্রায় ৮ হাজার টাকা পর্যন্ত পুরস্কার পাওয়া যায়।

Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) Online Registration:-

১) প্রথমে আপনাকে PMKVY এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Quick Links থেকে SKILL INDIA তে ক্লিক করুন।
৩) কিংবা সরাসরি skillindia.gov.in এই ওয়েবসাইটে চলে আসুন।

৪) এরপর Skill India ওয়েবসাইট এর নিচে Register Now এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে Basic Details – নাম,বাবার নাম, মোবাইল নাম্বার, বয়স ইত্যাদি বসিয়ে দিন। Location Details- ঠিকানা উল্লেখ করুন। Preference – কোন চাকরির জন্য ট্রেনিং নিতে চান তা সিলেক্ট করুন। তারপর সাবমিট করতেই রেজিষ্ট্রেশন হয়ে যাবে। এরপর তাদের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।

Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) Helpline Number:-

Student Helpline:
8800055555
SMART Helpline:
18001239626
NSDC TP Helpline:
1800-123-9626

Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) Website Link:- Apply

Skill India Website Link:- Apply

Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) :-

১) প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদনকারীদের কোনো টাকা লাগে না অর্থাৎ দিতে হয় না।

২) প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় সরকারি ভাবে প্রায় ৮ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হয়।

৩) এই প্রকল্পে তিন মাস, ছয় মাস ও এক বছরের জন্য রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে।

৪) PMKVY কোর্স শেষ করার পর প্রার্থীরা সার্টিফিকেট পেয়ে থাকে। এই শংসাপত্রটি পুরো দেশে মান্যতা পায়।

৫) প্রশিক্ষণের পরে সরকার আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি চাকরি পেতেও সাহায্য করে।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক