টেক টিপস

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অনলাইন আবেদন পদ্ধতি 2022

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রধানমন্ত্রী গরিব মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। তার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা 2022-23। এই প্রকল্পের আওতায় সকলের জন্য পাকা ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে। গৃহহীন এবং জরাজীর্ণ বাড়িতে বসবাসকারী পরিবাররা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর লাভ নিতে গেলে আপনাকে অনলাইন কিংবা অফলাইনে আবেদন করতে হবে। এই প্রকল্পের আওতায় সমতল এলাকার সুবিধা ভোগীরা পেয়ে থাকেন 1,20,000 টাকা এবং পার্বত্য রাজ্যে 1,30,000 টাকা করে সরাসরি একাউন্টে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা এর টাকা ৩ টি কিস্তিতে আবেদনকারীর একাউন্টে চলে আসে। প্রথম কিস্তি ৬০ হাজার টাকা, দ্বিতীয় কিস্তি ৫০ হাজার টাকা ও তৃতীয় কিস্তি ১০ হাজার টাকা।

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন আবেদন 2022 / Pradhan Mantri Awas Yojana Gramin Online Apply 2022-23।

১) প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Awaassoft এ ক্লিক করুন।

৩) এরপর Data Entry তে ক্লিক করে এগিয়ে যান।
৪) পরবর্তী পেজে লগইন এ ক্লিক করুন ও কোন সালের আবেদন করতে চান তা বসিয়ে দিয়ে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৫) এরপর নাম,ঠিকানা, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক একাউন্ট নাম্বার ইত্যাদি বসিয়ে ও আপলোড করে আবেদন করে নিন।

PM Awas Yojana Gramin Online Apply Link:Apply 

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অনলাইন আবেদন ডকুমেন্টস ২০২২ঃ-

১) আধার কার্ড
২) ব্যাঙ্কের পাশবই
৩) মোবাইল নাম্বার
৪) জব কার্ড
৫) বিপিএল নাম্বার
৬) ভোটার কার্ড
৭) রেশন কার্ড ইত্যাদি।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button