আবাস যোজনা অনলাইন আবেদন করুন এইভাবে বাড়িতে বসে,দেখুন?
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে কন্যাশ্রী,রুপশ্রী,যুবশ্রী,শিক্ষাশ্রী,বয়স্ক ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি। ঠিক তেমনি যাদের মাথার উপরে ছাঁদ নেই কিংবা থাকার জন্য পাকা বাড়ি নেই তাদের জন্য রাজ্য সরকারের একটি প্রকল্প বাংলা আবাস যোজনা।
আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গৃহহীন পরিবার পেয়ে যাবে ১ লক্ষ ২০ হাজার টাকা সরাসরি নিজস্ব ব্যাঙ্ক খাতায়। প্রথম কিস্তিতে টাকা আসে ৬০ হাজার টাকা এরপর দ্বিতীয় কিস্তি ৫০ হাজার টাকা ও তৃতীয় কিস্তি ১০ হাজার টাকা। মোট তিনটি কিস্তিতে উপভোক্তার খাতায় এই টাকা পাঠানো হয় বাড়ি বানানোর জন্য।
আবাস যোজনাতে আবেদন করার শর্তঃ-
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পরিবারের কোনো সদস্য এর আগে আবাস যোজনার সুবিধা পাননি, এমন পরিবার।
৩) পরিবারের মধ্যে সরকারি চাকরিজীবি কেউ নেই।
৪) বিপিএল পরিবারের অন্তর্ভুক্ত।
৫) পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার নিচে।
আবাস যোজনা অনলাইন আবেদন পদ্ধতি / Awas Yojana Online Apply West Bengal
১) প্রথমে আপনাকে pmayg.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Log in এ ক্লিক করে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৩) এরপর Personal Details এ ক্লিক করে নাম,ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি বসিয়ে দিন।
৪) এরপর Bank A/C Details এ ক্লিক করে ব্যাঙ্কের নাম,IFSC কোড, একাউন্ট নাম্বার ইত্যাদি বসিয়ে দিন।
৬) এরপর Job Card নাম্বার বসিয়ে দিন পরবর্তী ধাপে।
৭) সবকিছু সঠিক ভাবে ফিলাপ করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
আবাস যোজনা অফলাইন আবেদন পদ্ধতিঃ- বাংলা আবাস যোজনাতে অনলাইন এর পাশাপাশি অফলাইনেও আবেদন করতে পারবেন। এরজন্য নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে তা ফিলাপ করে উপযুক্ত ডকুমেন্টস সহকারে জমা করুন। এরপর আপনার আবেদন খতিয়ে দেখা হবে,সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এরপর আপনার নাম আবাস প্লাস যোজনা নতুন লিস্টে চলে আসবে।
আবাস প্লাস ফাইনাল লিস্ট ডাউনলোড / Awas Plus Yojona New List Download West Bengal
১) প্রথমে আপনাকে pmayg.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Awaassoft > Report অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Beneficiary details for verification অপশনে ক্লিক করুন।
৪) এরপর পরবর্তী পেজে রাজ্যের নাম,জেলার নাম,ব্লকের নাম,গ্রাম পঞ্চায়েত নাম ও কত সালের লিস্ট দেখতে চান তা সিলেক্ট করে সাবমিট করলেই, নতুন লিস্ট চলে আসবে।
আবাস প্লাস যোজনার মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয় গ্রামীণ এলাকায় ও পাহাড় এলাকার জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। মোট টাকার ৬০ শতাংশ দিয়ে থাকে কেন্দ্র সরকার ও ৪০ শতাংশ দিয়ে থাকে রাজ্য সরকার।
Awas Yojana Website Link:-