Pune Bridge Collapse: ভয়াবহ দুর্ঘটনা পুণেতে, নদীতে ভেসে গেল পর্যটক বোঝাই সেতু,এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রবিবার বিকেলে মহারাষ্ট্রের পুণে জেলার তালেগাঁওয়ের কুন্দমালা এলাকায় ইন্দ্রায়ণী নদীর উপর একটি পুরনো লোহার সেতু হঠাৎ ভেঙে পড়ে। ঘটনার সময় সেতুর উপর প্রায় ৩০ জন পর্যটক দাঁড়িয়ে ছিলেন। আচমকা সেতু ভেঙে পড়ায় তাঁরা সকলে নদীতে পড়ে যান। বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে অন্তত ২৫-২৬ জন নদীর স্রোতে ভেসে গেছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, সেতুটি বহু পুরনো এবং খারাপ অবস্থায় ছিল। যানবাহনের জন্য আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে সাধারণ মানুষ এখনও তাঁর উপর দিয়ে যাতায়াত করতেন। বর্ষার সময় নদী এবং আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেকে সেখানে ভিড় করেন। রবিবারও প্রচুর পর্যটক জমায়েত হয় । তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ, দমকল এবং NDRF(ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ইতিমধ্যে ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।