PVC Aadhar Card Online Order: পুরনো আধারের পরিবর্তে নতুন ডিজিটাল PVC Aadhaar Card Order করুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

UIDAI (ইউআইডিএআই) এর তরফ থেকে নতুন PVC Aadhar Card চালু করা হয়েছে। আপনি এখন সহজেই আধারের পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। এই আধার কার্ড (Pvc Aadhar Card Online Order) বেশি দিন টিকে, নিরাপদ থাকে, এছাড়াও মানিব্যাগে রাখার জন্য একদম সুবিধাজনক।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে Pvc Aadhar Card Online Order করবেন। আপনি দুই ভাবে PVC Aadhaar Card Order করতে পারবেন। প্রথমত আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা থাকলে লগইন করে অর্ডার করতে পারবেন। এছাড়াও যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক না থাকে, তবুও PVC Aadhaar Card Order করতে পারবেন।

Secure, Safe & Durable – PVC আধার কার্ডের বৈশিষ্ট্য:

  • হোলোগ্রাম ও Guilloche Pattern
  • Ghost Image এবং Microtext
  • উচ্চ মানের প্রিন্টিং ও ল্যামিনেশন
  • UIDAI কর্তৃক ইস্যু করা
  • সহজে বহনযোগ্য
  • সর্বাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য
  • QR Code দিয়ে দ্রুত অফলাইন ভেরিফিকেশন

আপনি এখন আপনার আধার কার্ডকে PVC Card হিসেবে অর্ডার করতে পারবেন মাত্র 50 টাকা খরচে। আর আপনার আধার কার্ড ৫ কর্মদিবসের মধ্যে তৈরি হয়ে যাবে ও Speed Post এর মাধ্যমে ইন্ডিয়া পোস্ট এর মাধ্যমে বাড়িতে পেয়ে যাবেন। প্রথমে দেখে নিচ্ছি, যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক রয়েছে, তারা কিভাবে অর্ডার করবে, এরপর দেখে নিবো, যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক নেই তারা কিভাবে অর্ডার করবে।

PVC Aadhar Card Online Order Bengali 

১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি আসতে পারবেন।

২) এরপর Log In এ ক্লিক করে, আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে OTP ভেরিফাই করে লগইন করুন।

৩) এরপর Order Aadhaar PVC Card এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে Next এ ক্লিক করুন। এরপর Payment এর বক্সে টিক মার্ক করুন ও Make Payment এ ক্লিক করুন।

৫) এরপর পেমেন্ট করলেই, আধার কার্ড অর্ডার হয়ে যাবে। এরপর পেমেন্টের রিসিভ কপি পেয়ে যাবেন।

আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক না থাকলে, কিভাবে Pvc Aadhar Card Online Order করবেন দেখুনঃ- 

১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আধার কার্ডের পোর্টালে আসতে পারবেন।

২) এরপর নিচে চলে আসুন ও Order Aadhaar Pvc Card ট ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে ১২ সংখ্যার আধার কার্ড নাম্বার উল্লেখ করুন।

৪) এরপর ক্যাপচার কোড উল্লেখ করে নিচে থাকা My Mobile Number Not Registered এ ক্লিক করুন।

৫) এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে Send OTP তে ক্লিক করুন। মোবাইলে OTP আসবে, তা উল্লেখ করে পেমেন্ট করলেই PVC Aadhaar Card Order হয় যাবে।

৬) পেমেন্ট হয়ে গেলে, পেমেন্টের স্লিপ পেয়ে যাবেন, তা ভালো ভাবে রেখে দিন। আধার কার্ড তৈরি হয়ে গেলে পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে পেয়ে যাবেন PVC Aadhaar Card।

PVC Aadhar Card Online Order Link:- Apply Now