রাজগঞ্জ ব্লকের প্রশাসনে বড়সড় রদবদল। দীর্ঘদিন বিতর্কে থাকা দাবাং বিডিও প্রশান্ত বর্মনের জায়গায় রাজগঞ্জের নতুন বিডিও হিসেবে দায়িত্ব পেলেন জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডল। মঙ্গলবার থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও এ দিন বিডিও সৌরভ কান্তি মন্ডলকে সম্বর্ধনা দিলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।
যদিও প্রশান্ত বর্মনের গায়েব হয়ে যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও, রাজগঞ্জ ব্লকের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দীর্ঘদিন ধরে কী অবস্থায় ছিল, তা নিয়ে জনসাধারণের মধ্যে প্রশ্ন দানা বাঁধছিল। অবশেষে সেই জায়গা দখল করল জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডল।
উল্লেখ্য, রাজগঞ্জের প্রাক্তন তথা দাবাং বিডিও প্রশান্ত বর্মনকে ঘিরে বিতর্ক নতুন নয়। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগে তাঁর নাম জড়ায়। গতকাল ওই মামলার জন্য সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করলে তা খারিজ করে দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে বিডিও প্রশান্ত বর্মন কে। বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষণইয়ের বেঞ্চ নির্দেশ দিয়েছেন, আগামী ২৩ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট স্থানীয় আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিও প্রশান্ত বর্মনকে।
