রেশন দোকান পরিবর্তন, ফর্ম ১৪ ফিলাপ অনলাইনে মোবাইলে

Published By: MD 360 NEWS | Updated:

রেশন দোকান পরিবর্তন করুন এবার অনলাইনে মোবাইলে। আপনি আপনার রেশন দোকান এখন যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন। বিবাহিত মহিলারা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ট্রান্সফার করতে পারবেন। দুরের রেশন দোকান থেকে কাছের রেশন দোকান পরিবর্তন করে নিয়ে আসতে পারবেন। এরজন্য আপনাকে ফর্ম ১৪ ফিলাপ করতে হবে। কিভাবে ও কি কি ডকুমেন্টস লাগবে দেখুন…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration Card 14 Number Form Fill Up Online West Bengal:- 

১) প্রথমে আপনাকে রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Ration Card অপশনে ক্লিক করে Form 14 তে ক্লিক করুন।

৩) এরপর মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।

৪) পরবর্তী পেজে ফর্ম ১৪ তে ক্লিক করে আবেদন করুন।

৫) এরপর আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম চলে আসবে, আপনি যার রেশন কার্ড পরিবর্তন করতে চান,তার রেশন কার্ড সিলেক্ট করুন।

৬) এরপর পরবর্তী পেজে নতুন রেশন কার্ড নাম্বার বসান, মানে যেই পরিবারের যুক্ত হবেন সেই পরিবারের যেকোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার ও কয়াটাগরি বসিয়ে দিয়ে সাবমিট করুন।

৭) এরপর পরবর্তী পেজে আপনার সমস্ত ডিটেইলস চলে আসবে। এরপর মোবাইলেে ওটিপি আসবে তা বসিয়ে দিয়ে সাবমিট করতেই কাজ হয়ে যাবে।

রেশন কার্ড ওয়েবসাইট লিংকঃক্লিক

রেশন কার্ড ডাউনলোডঃ- লিংক

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক