প্রকল্প

Ration Card New Update : রেশন পেতে এই কাজ করতে হবে সবার! নয়তো রেশন বন্ধ হয়ে যাবে? রেশন কার্ড নতুন আপডেট তারিখ দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রেশন কার্ডে আধার কার্ড লিংক নেই? রেশন কার্ডের Status চেক করার পর দেখা যাচ্ছে রেশন কার্ড লাল হয়ে আছে? তাহলে আপনার জেনে রাখা ভালো, আপনি রেশন দোকান থেকে সেই রেশন কার্ড দিয়ে খাদ্য সামগ্রী তুলতে পারবেন না আর। আবারও পুনরায় আগের মতো সেই বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড থেকে চাল, আটা, গম পেতে আপনাকে রেশন কার্ডে আধার কার্ড নাম্বার লিংক করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিংক করার সময় পেরিয়ে গেলেও। আবারও সরকার রেশন কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিংক করার সময় বৃদ্ধি করে দিয়েছে। আপনি সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিংক করতে পারবেন 30/09/2024 তারিখ পর্যন্ত।

রেশন কার্ডে আধার কার্ড নাম্বার লিংক এখন অনলাইন এবং অফলাইনে, দুইভাবে আবেদন করতে পারবেন। পাশাপাশি রেশন কার্ডে নতুন মোবাইল নাম্বার লিংক অথবা মোবাইল নাম্বার পরিবর্তন এখন বাড়িতে বসেই করুন অনলাইনে। রেশন কার্ড বন্ধ হয়ে গেলে কিংবা রেশন কার্ডে আধার কার্ড নাম্বার লিংক না থাকলে, কিভাবে লিংক করবেন? নিচের ধাপটি ফলো করুন। অফলাইনে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিংক করার জন্য, নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে তা ফিলাপ করুন, এরপর আধার কার্ড ও রেশন কার্ডের জেরক্স সহ জমা করুন ।

রেশন কার্ডে আধার কার্ড নাম্বার লিংক অনলাইন পদ্ধতি / Ration Card Aadhaar Card Link Online / Ration Card eKYC Online West Bengal

১) প্রথমে আপনাকে food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর CITIZEN’S HOME এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Ration Card Related Corner এ ক্লিক করুন।
৪) এরপর Self Service through Aadhaar এ ক্লিক করুন।
৫) এরপর Link Aadhaar to activate the Ration Card এখানে ক্লিক করুন।
৬) এরপর রেশন কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন।
৭) এরপর Link aadhar and mobile number এ ক্লিক করে, নিচে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন।
৮) এরপর Send OTP তে ক্লিক করুন ও OTP বসিয়ে দিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

Ration Card Aadhaar Card Link Online West Bengal:- Click

রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক অনলাইনে / Ration Card Mobile Number Link Online West Bengal / Ration Card Mobile Number Change Online

১) প্রথমে আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর CITIZEN’S HOME এ ক্লিক করে Ration Card Related Corner এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Self Service through Aadhaar এ ক্লিক করে Link/Delink Mobile from your Ration Card এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে রেশন কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন।
৫) এরপর নিচে থাকা আধার বক্সে টিক মার্ক দিয়ে Send OTP তে ক্লিক করুন।
৬) আপনার আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করুন। এরপর Add New Mobile Number এ ক্লিক করে, নতুন মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে।

Ration Card Mobile Number Link Online:- Click

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button