RKSY-1/2 থেকে AAY/SPHH রেশন কার্ড পরিবর্তন দেখুন, কিভাবে সম্ভব?
আমরা প্রত্যেকেই জানি রেশন কার্ড মোট ৫ ক্যাটাগরির AAY,SPHH,PHH,RKSY-1 & RKSY-2। কোন রেশন কার্ড থাকলে কি কি সুবিধা পাওয়া যায় আমারা যখন ফ্রি রেশন পাচ্ছিলাম তখনি বুঝে গেছি। অনেকের আবার RKSY-2 রেশন কার্ড ও রয়েছে অনেকের আবার RKSY-1 রেশন কার্ড ও।
আমরা আমাদের Ration Card Category Change করার জন্য অনেক ছোটাছুটি করেও তা ঠিক করতে অনেকেই অক্ষম হয়েছি। কিন্তু এবার আপনাদের জন্য বড়ো আপডেট। আপনার রেশন কার্ড এর Category খুব সহজেই পরিবর্তন হচ্ছে দেখুন।
Ration Card Category Change করার জন্য অফলাইন অনলাইন দুটো পদ্ধতি রয়েছে আবেদন করার।
Ration Card Category Change Form Download Link:- Rural :- ডাউনলোড
Urban:- ডাউনলোড
Ration Card Category Change Online Apply Link:- আবেদন লিংক
এখন আপনি যদি নতুন করে রেশন কার্ড আবেদন করে থাকেন, আর আপনার পরিবারের কোনো সদস্যের যদি AAY/SPHH/PHH রেশন কার্ড থাকে, তাহলে আপনিও পেয়ে যাবেন সেই সমস্ত ক্যাটাগরির রেশন কার্ড। কিভাবে চেক করবেন আপনার রেশন কার্ড হয়েছে কিনা।
Ration Card Application Status Check:-
১) রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Inquiry তে ক্লিক করে Check Ration Card Application Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে কত নাম্বার ফর্ম ফিলাপ করেছেন তা সিলেক্ট করে রেজিস্টার মোবাইল নাম্বার বা বার কোড নাম্বার বসিয়ে দিয়ে চেক করে নিন।
ভিডিও এর মাধ্যমে দেখুনঃ- দেখুন ভিডিও
যদি আপনার রেশন কার্ড হয়ে যায়, তাহলে আপনি অনলাইন থেকেও আপনার ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা রেশন কার্ড আপনি রেশন দোকান থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার করতে পারবেন।
Ration Card Online Download:-
১) রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর e Ration Card এ ক্লিক করুন।
৩) Download e Ration Card এ ক্লিক করে রেশন কার্ড নাম্বার ও Category সিলেক্ট করে ডাউনলোড এ ক্লিক করে রেশন কার্ড ডাউনলোড করে নিন।
রেশন কার্ড ওয়েবসাইট লিংকঃ- Check
অনেক সময় অটোমেটিক আপনার RKSY-1 বা RKSY-2 রেশন কার্ড SPHH/AAY/PHH রেশন কার্ড এ পরিবর্তন হয়ে যায়।কিভাবে বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ড পরিবর্তন হয়েছে কিনা।
Ration Card Category Status Check Online:-
১) রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।
২) এরপর Ration Card এ ক্লিক করে Verify Ration Card(e-RC/DRC) এই অপশনে ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে রেশন কার্ড নাম্বার ও ক্যাটাগরি বসিয়ে দিয়ে চেক করে নিন, আপনার রেশন কার্ড Category পরিবর্তন হয়েছে কিনা।
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক