RKSY রেশন কার্ড BPL রেশন কার্ড করুন,নতুন ফর্ম দিলো,কি কি ডকুমেন্টস লাগবে?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রেশন কার্ড সাধারণত দুই ধরনের আছে একটি কেন্দ্র সরকারের আর অপরটি রাজ্য সরকারের। কিন্তু তার মধ্যেও একটি BPL রেশন কার্ড অলআর অপরটি APL রেশন কার্ড।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আপনি যদি BPL পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকেন কিন্তু তা সত্ত্বেও আপনার রেশন কার্ড APL চলে এসেছে, তাহলে কিন্তু আপনি সেই রেশন কার্ডটটি পরিবর্তন করতে পারবেন। ইতিমধ্যেই নতুন ১টি ফর্ম প্রকাশিত হয়েছে।

RKSY-2 To BPL Rtaion Card Apply Process
১) প্রথমে আপনাকে খাদ্য দপ্তরে ওয়েবসাইট থেকে Common Application Form টি ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো…


২) এরপর ফর্মটি ফিলাপ করতে হবে।প্রথমে আবেদনকারীর নাম দিতে হবে।
৩) তারপর ১ থেকে ৮ পর্যন্ত ঘরের ৫ নাম্বার RKSY 2 থেকে RKSY 1রেশন কার্ডে পরির্বতন বক্সে ক্লিক করুন।
৪) এরপর নিচে আপনাকে রেশন কার্ড নাম্বার ও ধরন ও আধার কার্ড নাম্বার বসিয়ে দিন।
৫) এছাড়াও নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, বাবা/স্বামীর নাম,রেশন দোকানের নাম-ঠিকানা বসিয়ে দিয়ে নিচে সিগনেচার বা টিপসই দিন।


৬) সমস্ত ঘর সঠিক ভাবে ফিলাপ করে নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে গিয়ে জমা করুন, ফর্ম আপনি সেখান থেকেও পাবেন কিংবা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন।

ডকুমেন্টস কি কি লাগবেঃ
১) আধার কার্ড জেরক্স।
২) রেশন কার্ড জেরক্স।
৩) পরিবারের কারে BPL রেশন কার্ড থাকলে তার জেরক্স না থাকলে প্রধানের কাছে ১ টি লিখিত।

ফর্ম ডাউনলোড লিংকঃ- Download

ভিডিও এর মাধ্যমে জানতে এখানে ক্লিক করুনঃ- দেখুন ভিডিওটি

Related News