পশ্চিমবঙ্গ সরকারেরে বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প “রূপশ্রী প্রকল্প”। Rupashree Prakalpa এর মূল উদ্দেশ্য হলো, দরিদ্র ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মেয়ের বিয়ের সময় আর্থিকভাবে সহায়তা করা। রুপশ্রী প্রকল্পের অধীনে, যোগ্য পরিবারগুলোকে মেয়ের বিয়ের জন্য এককালীন রাজ্য সরকারের তরফ থেকে ২৫,০০০ টাকা অনুদান দেওয়া হয়।
- রূপশ্রী প্রকল্প কী?
- রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্য
- রূপশ্রী প্রকল্প কবে চালু হয়?
- রূপশ্রী প্রকল্পে প্রয়োজনীয় ডকুমেন্টস
- রূপশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা
- রূপশ্রী প্রকল্পে কত টাকা অনুদান
- আয়ের সীমা
- বয়সসীমা
- আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে?
- আবেদন ফর্ম কোথায় জমা দেবেন?
- কিভাবে আবেদন করবেন?
- আবেদন ফর্ম ডাউনলোড লিংক
- গুরুত্বপূর্ণ পয়েন্ট (Highlights)
রূপশ্রী প্রকল্প কী?
আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়ের বিয়েতে যাতে টাকার সমস্যা না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এককালীন ২৫ হাজার টাকা অনুদান দিয়ে থাকে। এই টাকা সরাসরি মেয়ের (পাত্রীর) ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।
রূপশ্রী প্রকল্পের (Rupashree Prakalpa) উদ্দেশ্য
- আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের খরচ বহন করা।
- মেয়ের বিয়ের সময় আর্থিক চাপ হ্রাস করা।
- টাকার সমস্যায় মেয়ের বিয়েতে যেন বাঁধা না পড়ে, তা নিশ্চিত করা।
রূপশ্রী প্রকল্প কবে চালু হয়?
পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালের ১লা এপ্রিল রুপশ্রী প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে মেয়ের বিয়েতে দরিদ্র পরিবারকে এককালীন ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা।
রূপশ্রী প্রকল্পে প্রয়োজনীয় ডকুমেন্টস
- আবেদনকারী মেয়ে (পাত্রী) ও ছেলের (বরের) উভয়েরই বয়সের প্রমাণ পত্রঃ- মাধ্যমিক এডমিট কার্ড/ জন্মের শংসাপত্র / ভোটার কার্ড / প্যান কার্ড / আধার কার্ড ইত্যাদি নথির জেরক্স।
- পাত্র ও পাত্রীর পাসপোর্ট সাইজের কালার ফটো, সিঙ্গেল ফটো।
- পাত্র ও পাত্রীর বসবাসের প্রমাণপত্র।
- পাত্র ও পাত্রীর আধার কার্ড।
- আবেদনকারী পাত্রীর পরিবারের ইনকাম সার্টিফিকেট।
- আবেদনকারী মেয়ের ব্যাঙ্ক পাশবই এর জেরক্স
- আবেদনকারী পাত্রীর এটাই প্রথম বিবাহ, এই মর্মে একটি স্ব ঘোষনা পত্র।
- বিবাহের প্রমাণ (নিমন্ত্রণ পত্র/স্বঘোষণা)
রূপশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কিংবা কমপক্ষে গত ৫ বছর ধরে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা বা আবেদনকারীর পিতা মাতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদনের যোগ্য।
- আবেদনকারী অবিবাহিতা হতে হবে এবং বিয়েটি প্রথম বিবাহ হতে হবে।
রূপশ্রী প্রকল্পে কত টাকা আর্থিক অনুদান পাওয়া যায়?
পশ্চিমবঙ্গ সরকার রুপশ্রী প্রকল্পের মাধ্যমে, মেয়ের বিয়ের সময় দরিদ্র পরিবারগুলোকে এককালীন ২৫ হাজার টাকা অনুদান দিয়ে থাকে।
রুপশ্রী প্রকল্পে আবেদন করতে আয়ের সীমা কত?
রুপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য, পাত্রীর পরিবারের বার্ষিক আয় থাকতে হবে ১ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে। তার বেশি পারিবারিক আয় থাকলে আবেদনের যোগ্য নন।
রূপশ্রী প্রকল্পে আবেদনের বয়সসীমা কত?
পাত্রীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং পাত্রের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
রূপশ্রী প্রকল্পের ফর্ম কোথায় পাওয়া যায়?
রুপশ্রী প্রকল্পের আবেদন ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। যদি আবেদনকারী গ্রামাঞ্চলে বসবাস করে থাকে তাহলে BDO অফিস, আর পৌর এলাকায় বসবাস করলে SDO অফিস এবং আবেদনকারী যদি মিউনিসিপাল কর্পোরেশন এলাকার বাসকারী হয়ে থাকে, তাহলে পৌর কমিশনার অফিস থেকে রুপশ্রী প্রকল্পের আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবে।
রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্ম কোথায় জমা করবো?
রুপশ্রী প্রকল্পের আবেদন ফর্ম সঠিক ভাবে ফিলাপ করে, এরপর সমস্ত ডকুমেন্টস একসঙ্গে করে আবেদনকারী গ্রামাঞ্চলের বসবাসকারী হলে BDO অফিস, আর পৌর এলাকায় বসবাস করলে SDO অফিস এবং আবেদনকারী যদি মিউনিসিপাল কর্পোরেশন এলাকার বাসকারী হয়ে থাকে, তাহলে পৌর কমিশনার অফিসে আবেদন ফর্ম জমা করবেন।
রূপশ্রী প্রকল্প কিভাবে আবেদন করবো?
রুপশ্রী প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য নিকটবর্তী BDO অফিস / SDO অফিস / মিউনিসিপাল কর্পোরেশনের অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করপ সঠিক ভাবে ফিলাপ করে এরপর ডকুমেন্টস সহকারে সেই অফিসেই জমা করতে হবে। অবশ্যই বিয়ের ৩০ থেকে ৬০ দিন আগে রুপশ্রী প্রকল্পের আবেদন ফর্ম জমা করতে হবে। এরপর আবেদনকারীর বাড়িতে আধিকারিকেরা ভেরিফিকেশন করার জন্য আসবে, সবকিছু ঠিক ঠাক থাকলে টাকা পেয়ে যাবে আবেদনকারী।
রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্ম ডাউনলোড লিংক
Rupashree Prakalpa Form PDF 2025 West Bengal
গুরুত্বপূর্ণ পয়েন্ট (Highlights)
- প্রকল্প চালু: ১লা এপ্রিল ২০১৮
- অনুদান: এককালীন ২৫,০০০ টাকা
- বিয়ের ৩০–৬০ দিন আগে আবেদন করুন
- পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে
- অফলাইন আবেদন প্রক্রিয়া
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- পাত্রীর বয়স ১৮ বছর ও পাত্রের ২১ বছর থাকতে হবে
- প্রস্তাবিত বিয়েটি প্রথম বিবাহ হতে হবে