প্রকল্প

সমাজ সাথী প্রকল্পে পাবেন ২ লক্ষ টাকা দেখুন বিস্তারিত

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা সদস্যাদের (১৮-৬০ বৎসর বয়স পর্যন্ত) দুর্ঘটনা বীমা দ্বারা নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এই বীমা পরিকল্পনাটি সুপরিকল্পিতভাবে এই জেলায় কার্যকরী হচ্ছে। স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের অধীনে স্বরোজগার নিগম এই প্রকল্পটি রূপায়ন করেছে। এই প্রকল্পে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা সদস্যা বিনামূল্যে বছরে সর্বাধিক ২,০০,০০০ টাকার দুর্ঘটনা বীমা পরিষেবা পাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই দুর্ঘটনা বীমা যোজনার পরিষেবায় যেসব সুযোগ সুবিধা পাবেন –

১) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিনামূল্যে ২,০০,০০০ টাকার বীমা পরিষেবা পাবে।
২) দুর্ঘটনায় মৃত্যু, আংশিক ক্ষতিগ্রস্থ, সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হলে এই বীমা যোজনা পরিষেবা পাওয়া যাবে।
৩) দুর্ঘটনা জনিত কারণে হাসপাতালে ভর্তি হলে ৬০,০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।
৪) দুর্ঘটনা জনিত কারণে ডে কেয়ার বিভাগ চিকিৎসায় ৫,০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।


৫) হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় প্রতিদিন ১০০ টাকা করে (সর্বাধিক ৩০ দিনের) সাহায্য পাওয়া যাবে।
৬) দুর্ঘটনা জনিত মৃত্যু হলে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে ২,৫০০ টাকা পর্যন্ত সাহায্য অতিরিক্ত ২,০০,০০০ টাকার উপর।
৭) দুর্ঘটনায় মৃত সদস্য বা সদস্যার সন্তানের পড়াশোনার জন্য ২৫,০০০ টাকা অতিরিক্ত সাহায্য।

স্বনির্ভর গোষ্ঠী বলতে কি বোঝায়?

রাজ্য সরকার দ্বারা স্বীকৃত ১০-২০ জন দ্বারা গঠিত একটি গোষ্ঠী, যারা প্রত্যেকে স্বল্প সঞ্চয়ের মাধ্যমে ব্যঙ্ক থেকে ঋণের সুবিধা নিতে পারেন।

বীমা যোজনার আওতার বাইরের জিনিসগুলি নিম্নরূপ

১) ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত করা।
২) মদ্যপান ও নেশাগ্রস্থ অবস্থায় দুর্ঘটনা।
৩) যুদ্ধ বা পারমানবিক বিপদ।
৪) অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে দুর্ঘটনা।
৫) বিমান চালনা, বেলুনে উড়া, পর্বতে আরোহনের জন্য দুর্ঘটনা।
৬) মোটর গাড়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুর্ঘটনা।

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কি কোন বীমার কিস্তি দিতে হবে?
না

হসপিটাল লিস্ট চেক লিংকঃLink

কিভাবে স্মার্ট কার্ড ব্যবহার করবেন?

স্বনির্ভর গোষ্ঠীর কোন সদস্য দুর্ঘটনার দ্বারা আঘাতপ্রাপ্ত হলে তাকে নথিভূক্ত হাসপাতালে যেতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ কার্ডটি যাচাই করে নেবেন। তারপর প্যাকেজ রেট অনুযায়ী চিকিৎসার খরচ বাবদ টাকা কার্ড থেকে কেটে নেবেন। চিকিৎসার খরচ কার্ডের প্রাপ্য টাকার বেশী হলে অতিরিক্ত টাকা উপভোক্তা বা স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে।

স্মার্ট কার্ড নথিভুক্তকরণের পর কবে থেকে বীমা পরিষেবা শুরু হবে?

নথিভূক্তকরণের পর পরবর্তী মাস থেকে স্মার্ট কার্ডের সুবিধা পাওয়া যাবে।

Related Articles

Back to top button