Shramashree App, Status & Card Download: শ্রমশ্রী প্রকল্পের আবেদন এপ্রুভ!চেক করুন স্ট্যাটাস ও কার্ড ডাউনলোড করুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প – শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) প্রতি মাসে মাসে ৫০০০ টাকা করে জমা হবে। এছাড়াও অন্য রাজ্য থেকে ফিরে আসলেই পাবেন ভ্রমণ ভাতা ৫০০০ টাকা সহ নানান সুযোগ সুবিধা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শ্রমশ্রী প্রকল্পে অনলাইন ও অফলাইন – দুই পদ্ধতিতে আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। অনলাইন আবেদনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে শ্রমশ্রী মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। যেখানে শ্রমিকেরা অনলাইনে সহজেই মোবাইল ফোন দিয়ে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি অফলাইনে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে, উপযুক্ত নথি সহকারে জমা করতে পারবেন।

~হাইলাইটস~

  • এককালীন ভ্রমণ ভাতা ৫০০০ টাকা
  • প্রথম একবছর প্রতি মাসে মাসে ৫০০০ টাকা করে সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে শ্রমিকদের
  • সরকারি সুযোগ সুবিধা প্রদান পরিযায়ী শ্রমিকদের

শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার পর, আবেদনের স্ট্যাটাস থেকে শুরু করে শ্রমশ্রী কার্ড ও সার্টিফিকেট অনলাইন ডাউনলোড ও চেক করতে পারবেন আবেদনকারীরা। কিভাবে Shramashree Prakalpa Status Check করবেন ও কিভাবে Shramashree Card Download করবেন, নিম্নে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে।

Shramashree Prakalpa Status Check Online West Bengal / শ্রমশ্রী মোবাইল অ্যাপ স্ট্যাটাস চেক অনলাইন

শ্রমশ্রী প্রকল্পে অনলাইন ও অফলাইন আবেদন করার পর, আবেদনকারীরা সহজেই তাদের আবেদনের স্থিতি চেক করতে পারবেন। এরজন্য দরকার পরবে রেজিস্ট্রার মোবাইল নাম্বার, অর্থাৎ অনলাইন কিংবা অফলাইনে আবেদন করার সময় উল্লেখিত মোবাইল নাম্বারটি।

১) প্রথমে আপনাকে কর্মসাথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে কিংবা Shramashree App টি ওপেন করুন। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে শ্রমশ্রী মোবাইল অ্যাপটি লগইন করুন। অথবা কর্মসাথী পোর্টালে থাকা লগইন অপশনে ক্লিক করে Beneficiary সিলেক্ট করে রেজিস্টার মোবাইল নাম্বার উল্লেখ করে লগইন করুন।

৩) শ্রমশ্রী মোবাইল অ্যাপলিকেশনে থাকা Check Status এ ক্লিক করে দেখে নিন আবেদন Approved হয়েছে নাকি পেন্ডিং রয়েছে।

৪) আর আপনি যদি karmasathips.wb.gov.in পোর্টাল লগইন করে থাকেন, তাহলে Dashboard এ থাকা Track Status এ ক্লিক করে দেখে নিন আপনার আবেদন Approved হয়েছে নাকি পেন্ডিং নাকি Submit রয়েছে, নাকি Request Change দেখাচ্ছে।

৫) যদি Status অপশনে Request Change থাকে, তাহলে Register Yourself কিংবা শ্রমশ্রী মোবাইল অ্যাপ লগইন করে পুনরায় সঠিকভাবে ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন।

Shramashree Card Download / শ্রমশ্রী প্রকল্প কার্ড ডাউনলোড অনলাইন পদ্ধতি –

১) প্রথমে আপনাকে Karma Sathi পোর্টালে আসতে হবে, নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর Log In > Beneficiary এ ক্লিক করে রেজিস্ট্রার মোবাইল নাম্বার উল্লেখ করে লগইন করুন।

৩) এরপর Print Card অপশনে ক্লিক করুন।

৪) এরপর নাম, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার দেখতে পারবেন – এরপর নিচে থাকা View Card এ ক্লিক করুন।

৫) আপনার সামনে পরিযায়ী শ্রমিকের কার্ড চলে আসবে, যদি আবেদন এপ্রুভ হয়ে থাকে তাহলে কার্ডটি দেখতে পারবেন।

কর্মসাথী পোর্টাল লিংক / Karma Sathi Prakalpa Website Link:- Click

Shramashree Mobile New Update App Download Link:Download Now