Shramashree Prakalpa Online Apply 2025: শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন ও কি কি ডকুমেন্টস লাগবে দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের (Parijayee Shramik) জন্য নতুন একটি শ্রমশ্রী প্রকল্প (Shramashree Prakalpa) চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের প্রতি মাসে মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শ্রমশ্রী প্রকল্পের (Shramashree Scheme 2025) সুবিধা পেতে পরিযায়ী শ্রমিকদের অনলাইন কিংবা অফলাইনে আবেদন করতে হবে। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে শ্রমশ্রী প্রকল্পে (Shramashree Prakalpa Online Apply Process) অনলাইন এবং অফলাইন আবেদন করবেন।

শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার সাথে সাথেই ৫০০০ টাকা সর্বপ্রথম পাবেন, যাতায়াত খরচ বাবদ। এরপর প্রতি মাসে মাসে প্রথম এক বছর রাজ্য সরকারের তরফ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ( DBT Transfer) ৫০০০ টাকা করে পাঠানো হবে।

পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার পাশাপাশি তাদের হাতে স্বাস্থ্য সাথী কার্ড (৫ লক্ষ টাকা চিকিৎসা সুবিধা), খাদ্য সাথী কার্ড (রেশন কার্ড) এবং পরিযায়ী শ্রমিকদের বাচ্চাদের সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা থেকে শুরু করে ইত্যাদি নানান সুবিধা। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে Shramashree প্রকল্পে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে?

শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? Shramashree৷ Scheme Documents Required List

১) পাসপোর্ট সাইজের কালার ফটো (Passport Size Photo),

২) আধার কার্ড (Aadhar Card),

৩) ভোটার কার্ড (Epic Card),

৪) রেশন কার্ড (Ration Card),

৫) বৈধ পাসপোর্ট – যদি থাকে (Passport)।

৬) শ্রমশ্রী প্রকল্পের আবেদন ফর্ম।

শ্রমশ্রী প্রকল্পে (Shramashree Scheme) আবেদন করার জন্য প্রথম শর্ত আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি যেসকল শ্রমিক রাজ্যের বাইরে বা অন্য দেশে কাজ করেন, তা শ্রমশ্রী প্রকল্পে আবেদনের যোগ্য। শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের তরফ থেকে ইতিমধ্যেই শ্রমশ্রী মোবাইল অ্যাপ (Shramashree Mobile App) চালু করা হয়েছে, যেখান থেকে পরিযায়ী শ্রমিকেরা অনলাইন আবেদন করতে পারবেন।

শ্রমশ্রী প্রকল্পে অনলাইনের পাশাপাশি অফলাইনে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েও আবেদন জানাতে পারবেন।

শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন পদ্ধতি / Shramashree Prakalpa Online Apply West Bengal Step By Step

১) সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের অফিসিয়াল পোর্টাল থেকে Shramashree Mobile App টি Download করতে হবে।

২) আবেদনকারী যদি আগে থেকে Karmasathi (Parijayee Shramik) Portal এ নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করে, আবেদন করতে পারবেন।

৩) আর পরিযায়ী শ্রমিকেরা যদি আগে Karmasathi পোর্টালে নাম নথিভুক্ত না করে থাকেন, তাহলে রেজিস্ট্রার এ ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে।

৪) রেজিষ্ট্রেশন হয়ে গেলে, রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে লগইন করতে হবে।

৫) এরপর সঠিকভাবে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মে নাম, ঠিকানা, ব্যাঙ্কের তথ্য, কোথায় কাজ করতেন সেই জায়গার নাম ও থানার নাম উল্লেখ করতে হবে।

৬) ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

Shramashree Prakalpa Mobile App Download Link:- Download Now

Shramashree Prakalpa Application Form Download Link:- Download Form

Related News