Shramashree App Link: শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি, স্ট্যাটাস চেক, ডকুমেন্ট কি কি দেখুন – নতুন পদ্ধতি চালু!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প শ্রমশ্রী প্রকল্প (Shramashree Prakalpa)। যার ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হলো। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার সাথে সাথে ৫০০০ টাকা পাবেন ভ্রমণ ভাতা। এর পাশাপাশি প্রথম এক বছর শ্রমিকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) প্রতি মাসে ৫০০০ টাকা করে পাবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের তরফ থেকে Shramashree Mobile App চালু করা হয়েছে, যেখান থেকে শ্রমিকেরা আবেদন জানাতে পারবেন অনলাইনে। এর পাশাপাশি নিকটবর্তী বিডিও অফিসে কিংবা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে অফলাইনেও আবেদন করতে পারবেন।

আজকের প্রতিবেদনে দেখে নিন, শ্রমশ্রী প্রকল্পে (Shramashree Prakalpa 2025) কিভাবে অনলাইন আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে? এর পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের মোবাইল App কিভাবে ডাউনলোড করবেন, (Shramashree Mobile App Download Link) বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।

শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে (Shramashree Prakalpa Document Required List): শ্রমশ্রী প্রকল্পে মোবাইল অ্যাপলিকেশনের (Shramashree Prakalpa App Download) মাধ্যমে অনলাইন আবেদন করার সময় যে সমস্ত নথি আপলোড করতে হবে – তা 500KB এর মধ্যে PDF ফাইলে আপলোড করতে হবে। আর যে সমস্ত নথির দরকার পরবে তা হলো –

১) পাসপোর্ট সাইজের কালার ফটো,

২) আধার কার্ড,

৩) ভোটার কার্ড,

৪) ব্যাঙ্কের পাশবই।

শ্রমশ্রী প্রকল্পের মোবাইল অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন (How To Download Shramashree Mobile Application): শ্রমশ্রী প্রকল্পে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করার জন্য Shramashree Mobile App Download করতে হবে- নিচের ধাপ গুলো ফলো করে Shramashree App Download করতে পারবেন –

১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের (www.labour.wb.gov.in) শ্রম বিভাগের অফিসিয়াল পোর্টালে আসুন। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর Shramashree Mobile App এর পাশে থাকা Click To Download এ ক্লিক করুন।

৩) Shramashree App টি ডাউনলোড হয়ে যাবে।

৪) এরপর Shramashree App টি Install করুন। Shramashree App টি ওপেন করার সময় অবশ্যই মোবাইলের লোকেশন (Location) চালু করতে হবে।

শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন / Shramashree Prakalpa Online Apply Process Step By Step: 

১) প্রথমে শ্রমশ্রী Application টি Download করে ওপেন করুন। নিচের লিংকে ক্লিক করে সরাসরি Shramashree App Link পেয়ে যাবেন।

২) এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে রেজিষ্ট্রেশন করুন।

৩) রেজিস্ট্রেশন করার সময় নাম ও বাবা/স্বামীর নাম উল্লেখ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

৪) এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে OTP ভেরিফাই করে লগইন করুন।

৫) এরপর সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করুন ও সর্বশেষ ধাপে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করুন।

৬) এরপর ভ্রমণ ভাতা, পুনর্বাসন ভাতা ইত্যাদি বক্সে টিক মার্ক করে সাবমিট করুন।

৭) আবেদন হয়ে গেলে আপনি Application Number/Claim Application Number পেয়ে যাবেন।

৮) পরবর্তীতে Status Check করার জন্য লগইন করে Status Check এ ক্লিক করে Shramashree Prakalpa Status Check করতে পারবেন।

Shramashree Prakalpa Mobile App Download Link:- Download

West Bengal Labour Department Website Link:- Apply Now

Related News