ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্সসহ জনপ্রিয় বহু অ্যাপ ও ওয়েবসাইটকে ১৬ বছরের কম বয়সী ইউজারদের জন্য নিষিদ্ধ করল অস্ট্রেলিয়ার সরকার। ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা।
সম্প্রতি প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তাঁরাই এক মাত্র দেশ বিশ্বে প্রথমবার ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে আইন চালু করেছে। অস্ট্রেলিয়া একমাত্র দেশ টেক জায়ান্টদের বিরুদ্ধেও এভাবে কঠোর অবস্থান নেওয়ার জন্য।
নতুন আইন অনুসারে, ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ বছর হয়েছে কি না তা যাচাই করবে সেই সব সোশ্যাল মিডিয়া সংস্থার কর্তৃপক্ষ। কোন রকমে বয়স যাচাইয়ে গাফিলতি প্রমাণ হলে সেই সংস্থাকে বড় অঙ্কের (৫০ মিলিয়ন ডলার) জরিমানার মুখে পড়তে হবে।
অস্ট্রেলিয়া সরকার বলছে, দেশের শিশু-কিশোরদের অনলাইন হিংসা, মানসিক ক্ষতি ও সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এআই এর যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর একটি বড় অংশই বয়স ১৮ বছরের নিচে। যদি কেঁউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনরকমে ঝুঁকির মধ্যে না পড়ে তাই এই সিদ্ধান্ত। এছাড়াও জানা গেছে ফোনে অযথা সময় কাটানো সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবকদের জন্য এই নিষেধাজ্ঞা যেন স্বস্তির খবর নিয়ে আসছে।

