আপনি কি জানেন, আপনার কাছে থাকা স্বাস্থ্য সাথী কার্ডে কয়েক লক্ষ টাকা পর্যন্ত রয়েছে? কিন্তু অনেকেই জানেন না, এই মুহূর্তে তাঁদের পরিবারের কাছে থাকা স্বাস্থ্য সাথী কার্ডে মোট কত টাকা উপলব্ধ আছে বা কোন কোন পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে।
তাহলে চিন্তার কিছু নেই। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাবো – কিভাবে খুব সহজেই স্বাস্থ্য সাথী কার্ডে থাকা মোট টাকা অনলাইনে চেক করবেন এবং আপনার পরিবারের কোন কোন সদস্য স্বাস্থ্য সাথী কার্ডে অন্তর্ভুক্ত আছেন। এছাড়াও নতুন করে কিভাবে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন জানাবেন। সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
স্বাস্থ্য সাথী কার্ড কি?পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ৩০শে ডিসেম্বর, ২০১৬ সালে চালু করেন। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার সুবিধা (Health Cover) পেয়ে থাকে, রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে।
স্বাস্থ্য সাথী কার্ডের টাকা কিভাবে চেক করবেন (Swasthya Sathi Card Balance Check)?আপনার পরিবারের যদি স্বাস্থ্য সাথী কার্ড থাকে, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের সুবিধা দেওয়া হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক – স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন।
১) সর্বপ্রথম আপনাকে মোবাইল এর প্লে স্টোর থেকে Swasthya Sathi অ্যাপটি ডাউনলোড (Download Now) করতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি স্বাস্থ্য সাথী অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
২) এরপর স্বাস্থ্য সাথী মোবাইল অ্যাপটি খুলুন। স্বাস্থ্য সাথী অ্যাপ থেকে আপনি অনেক কিছু তথ্য জানতে পারবেন। কার্ডে কত টাকা রয়েছে, তা জানার জন্য URN Verification এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার জেলা সিলেক্ট করুন ও আপনার স্বাস্থ্য সাথী কার্ডে থাকা নম্বরটি উল্লেখ করে Show Data -তে ক্লিক করুন।
৪) আপনার কার্ডে কতজন সদস্য যুক্ত রয়েছে তা দেখতে পারবেন। এছাড়াও নিচে থাকা View Balance এ ক্লিক করলেই আপনার কার্ডে কত টাকা রয়েছে তা দেখতে পারবেন।
Swasthya Sathi Mobile App Download Link:- ডাউনলোড
স্বাস্থ্য সাথী কার্ডের URN Number কিভাবে অনলাইন থেকে খুঁজে বের করবেন? Swasthya Sathi Card Name Check / Swasthya Sathi URN Searchআপনি যদি নতুন করে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করে থাকেন। কিংবা আপনার স্বাস্থ্য সাথী কার্ডের URN নম্বর কিংবা কার্ড নম্বর অনলাইনে বের করতে চান? এছাড়াও স্বাস্থ্য সাথী নাম চেক করতে চান, তাহলে কিভাবে তা বের করবেন – চলুন দেখে নেওয়া যাক।
১) প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে (www.swasthyasathi.gov.in) আসুন। এছাড়াও নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) স্বাস্থ্য সাথী প্রকল্পের পোর্টালের হোম পেজে থাকা Find Your Name এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে others উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
৫) এরপর আপনার ঠিকানা উল্লেখ করুন – জেলা, পৌরসভা / ব্লক, ওয়ার্ড / পঞ্চায়েত ইত্যাদি তথ্য দেওয়ার পর Search By থেকে আধার কার্ড বা রেশন কার্ড উল্লেখ করে নম্বর বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করুন।
৬) এরপর দেখে নিন কার্ডে কাদের নাম রয়েছে, URN Number ইত্যাদি সমস্ত তথ্য। যদি আপনার কার্ড হারিয়ে যায় কিংবা না পেয়ে থাকেন যোগাযোগ করুন 18003455384 (Toll Free) এই নাম্বারে।
Swasthya Sathi Card Name Check / Swasthya Sathi URN Search Link:– Click Now
স্বাস্থ্য সাথী কার্ডের টাকা কিভাবে খরচ করবেন?পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে পরিবার প্রতি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের সুবিধা দিয়ে থাকে। এই কার্ডে থাকা টাকা দিয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিতে পারবেন। স্বাস্থ্য সাথী কার্ডে কোন কোন ধরনের চিকিৎসা করা যাবে এবং কোন কোন সরকারি বা বেসরকারি হাসপাতাল এই কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য স্বাস্থ্য সাথী মোবাইল অ্যাপ থেকে জানা যাবে।
এছাড়াও, স্বাস্থ্য সাথী কার্ড সংক্রান্ত কোনো রকম সমস্যা বা তথ্য জানার জন্য ১৮০০ ৩৪৫ ৫৩৮৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।


