UCO Bank Recruitment 2026: ইউকো ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৯৩,৯৬০ টাকা! আবেদন ২ ফেব্রুয়ারি পর্যন্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
7 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর।  ইউকো ব্যাঙ্ক তাদের জেনারালিস্ট ও স্পেশালিস্ট অফিসার্স বিভাগে মোট ১৭৩টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।  আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।  আবেদন গ্রহণ করা হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে।

কোন কোন পদে নিয়োগ হবে বিস্তারিত দেখে নিন

পদের নাম
১. ট্রেড ফিনান্স অফিসার:
পদসংখ্যা: ৩০
বয়সসীমা: ২০- ৩০ । এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। এসি ও এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, OBC ৩ বছর এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০ বছর ছাড় প্রযোজ্য।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো পাবলিক, প্রাইভেট বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি হলেই হবে এ ছাড়া ট্রেড ফিন্যান্স ও ফরেন এক্সচেঞ্জেকার্যক্রমে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

২. ট্রেজারি অফিসার
পদসংখ্যা: ১০
বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে। এসসি ও এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০ বছর পর্যন্ত বয়সে ছাড় প্রযোজ্য।
শিক্ষাগত যোগ্যতা: ৫৫ শতাংশ নম্বরসহ এমবিএ বা পিজিডিএম সহ স্নাতক ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

৩. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্যা: ৫০
বয়সসীমা: ২০- ৩০ ।এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। এসি ও এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, OBC ৩ বছর এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০ বছর ছাড় প্রযোজ্য।
শিক্ষাগত যোগ্যতা: আইসিএআই থেকে সিএ প্রয়োজন এছাড়া ব্যাংকিং ফিনান্সে ১ বছর কাজের অভিজ্ঞতা।

৪. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (MMGS-II)
পদসংখ্যা: ২৫
বয়সসীমা: ২২–৩৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় এসসি ও এসটি ৫ বছর, ওবিসি ৩ বছর ও ভিন্নভাবে সক্ষমদের ১০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে CA পাশ হতে হবে। পাশাপাশি ব্যাংকিং বা ফিনান্স সেক্টরে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর
পদসংখ্যা: ৫
বয়সসীমা: ২০-৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে কম্পিউটার বা আইটি বিষয়ে BE এবং BTech,MCA বা MSc ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আইটি‌ ও ব্যাঙ্কিং সেক্টরে কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

৬. ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর
পদসংখ্যা: ৩
বয়সসীমা: ২০- ৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে BE এবং BTech অপরদিকে MCA বা MSc ডিগ্রি থাকতে হবে। সঙ্গে ১ বছরের ডেটাবেস পরিচালনার অভিজ্ঞতা থাকা লাগবে।

৭. সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর
পদসংখ্যা: ৩
বয়সসীমা: ২০-৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি বিষয় নিয়ে BE বা BTech করা সম্পন্ন হতে হবে। পাশাপাশি ১ বছরের সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা।

৮. মুরেক্স ডেভেলপার
পদসংখ্যা: ৫
বয়সসীমা: ২০-৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে কম্পিউটার ও আইটি স্নাতক ডিগ্রি থাকতে হবে এ ছাড়া ১ বছরের কাজের অভিজ্ঞতা।

৯. সফটওয়্যার ডেভেলপার
পদসংখ্যা: ১৫
বয়সসীমা: ২০-৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে কম্পিউটার ও আইটি স্নাতক ডিগ্রি থাকতে হবে‌।  এ ছাড়া NET, React, JSP, API, Android বা IOS অ্যাপ এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১০. ফিন্যাকল ডেভেলপার
পদসংখ্যা: ৫
বয়সসীমা: ২০-৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে কম্পিউটার ও আইটি‌ তে‌ স্নাতক ডিগ্রি হলেই হবে আর এই বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

১১. ক্লাউড ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৩
বয়সসীমা: ২০-৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে এ ছাড়া ক্লাউড কম্পিউটিং এ ১ বছরের অভিজ্ঞতা।

১২. AI ও ML ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ২
বয়সসীমা: ২০-৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি ও ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি।

১৩. ডেটা অ্যানালিস্ট
পদসংখ্যা: ২
বয়সসীমা: ২০-৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি ও ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি।  এ ছাড়া ব্যাঙ্কিং ও আইটি সেক্টরে ১ বছরের কাজের অভিজ্ঞতা।

১৪. ডেটা‌ সায়েন্টিস্ট
পদসংখ্যা : ২
বয়সসীমা: ২০-৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি ও ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি।  এ ছাড়া ১ বছরের কাজের অভিজ্ঞতা।

১৫. সাইবার সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: ৩
বয়সসীমা: ২০-৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি ও ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি।  পাশাপাশি সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজের অভিজ্ঞতা।

১৬. ডেটা প্রাইভেসি কমপ্লায়েন্স অফিসার
পদসংখ্যা: ২
বয়সসীমা: ২০-৩০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি ও ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি।  পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

উপরে ১ থেকে ১৬ টি পদের বেতন স্কেল ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী ৪৮ হাজার ৪৮০ থেকে ৮৫ হাজার ৯২০ টাকা পর্যন্ত।

১৭. ডেটা অ্যানালিস্ট (MMGS-II)
পদসংখ্যা: ৩
বয়সসীমা: ২২-৩৫
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে কম্পিউটার সায়েন্স, আইটি, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।  পাশাপাশি ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

১৮. ডেটা সায়েন্টিস্ট (MMGS-II)
পদসংখ্যা: ৩
বয়সসীমা: ২২- ৩৫
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি, ইলেকট্রনিক্স,স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি।  পাশাপাশি ব্যাঙ্কিকে সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

১৯. ডেটা ইঞ্জিনিয়ার (MMGS-II)
পদসংখ্যা: ২
বয়সসীমা: ২২-৩৫
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা আইটি, ইলেকট্রনিক্স,স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি।  এছাড়াও পাবলিক ও প্রাইভেট ব্যাঙ্ক এ ডেটা ইঞ্জিনিয়ারিং বা বিগ ডেটা কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

বেতন স্কেল: ব্যাঙ্কের নীতিমালা অনুযায়ী ১৭,১৮ এবং ১৯ পদের বেতন স্কেল নূন্যতম ৬৪ হাজার ৮২০ টাকা থেকে ৯৩ হাজার ৯৬০ টাকা পর্যন্ত।

আবেদন ফি
এসসি, এসটি এবং PwBD (ভিন্নভাবে সক্ষম) শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি বা ইন্টিমেশন চার্জ ১৭৫ টাকা, যা অন্যান্য সকল প্রার্থীর তুলনায় অনেক কম।  অন্যদিকে, জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৮০০ টাকা দিতে হবে।

কীভাবে আবেদন করতে হবে
আবেদন করতে প্রার্থীদের UCO ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট uco.bank.in-এ যেতে হবে।

UCO Bank Recruitment Notification 2026 Download Link:- Download Now
UCO Bank Job Online Apply Link:- Click Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।