UGC NET: ২ জানুয়ারির পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল, ডাউনলোড করুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকাল থেকে থেকে দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলছে ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা, ইতিমধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কালকের ইউজিসি নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছেন,  এবার ২ জানুয়ারির ইউজিসি নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ্যে এনেছে।  NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সরাসরি ডাউনলোড করা যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

চলতি বছরের ইউজিসি নেট পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ থেকে আগামী বছরের ৭ জানুয়ারি, পর্যন্ত চলবে।  এ ছাড়া ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দুটি শিফটে ইউজিসি নেট পরীক্ষা আয়োজন করে থাকে।  এই পরীক্ষা হবে দুটি সেশনে বা শিফটে। প্রথম শিফট শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত, দ্বিতীয় শিফট শুরু হবে বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত।  উল্লেখ্য, ইউজিসি নেট পরীক্ষাটি কম্পিউটার বেস্ট টেস্ট (CBT) পদ্ধতিতে হবে।

কীভাবে ডাউনলোড করবেন?

১. প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. সেখানে ‘ ইউজিসি নেট ডিসেম্বর ২০২৫ অ্যাডমিট কার্ড ’ অপশনে ক্লিক করতে হবে।
৩. এর পর লগ ইন তথ্য এসে‌ নিজের এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ও সিকুরিটি পিন দিয়ে লগ ইন করতে হবে।
৪. এর পর আপনার সামনে দেখা যাবে আপনার অ্যাডমিট কার্ড এবং সেটি ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট করে রাখতে হবে।

সরাসরি ডাউনলোড লিঙ্ক: Click Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।