সম্প্রতি ঘটে গেল ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। সেদিনেই ঘটে গেলো একই স্থানে আর এক চাঞ্চল্যকর ঘটনা। দেখা গেছে এক ভিডিওতে ৫০ বছর বয়সী প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল কে সেখানকার উপস্থিত উত্তেজিত জনতারা প্যাটিস বেচার অপরাধে মারধর করেন। ইতিমধ্যে সেই মারধরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক নিন্দা ঝড় উঠেছে।
ভিডিওতে দেখা গেছে, একদল যুবক বিক্রেতার ওপর চড়াও হয়ে লাথি-ঘুষি চালিয়েছে, সেই দোকানদারকে কান ধরে ওঠবস করেছে এবং বাক্স থেকে সব প্যাটিস ছুঁড়ে ফেলে দিয়েছে। যদিও তাঁদের কারও কপালে তিলক, কারও গলায় উত্তরীয়য় ছিলো। সেই সব অভিযুক্তদের মধ্যে অনেকেই হিন্দিতে কথা বলছিলেন।
সংবাদ সূত্রে জানা যায়;দোকানদার জানায়, ‘দোকানদার শেখ রিয়াজুল ২০ বছর ধরে এই কাজ করছে, কখনও এমন ঘটনা ঘটেনি। সব মাল ফেলে দেওয়া হয়েছে, কিল লাথি সহ কান ধরে ওঠবোস করা হয়েছে। যদি আগে বলা হত, আমি চলে যেতাম।’
সূত্রে জানা গেছে, এই ঘটনার জন্য সিপিএম এর সায়ন বন্দোপাধ্যায় থানায় এফআইআর দায়ের করেছে। জানা গেছে ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

