১৯ বছর পর কংগ্রেস জুলানা আসনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে, আর এই জয় এনে দিয়েছেন কুস্তিগির থেকে রাজনীতিক হয়ে ওঠা ভিনেশ ফোগাট।
কে এই কুস্তিগীর থেকে রাজনীতীবিদ ভিনেশ ফোগাটঃ ভারতের কুস্তি জগতের পরিচিত নাম ভিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিকে কুস্তির ফাইনালে পৌঁছেও পদক অধরা থেকে গিয়েছিল ভিনেশ ফোগাটের কাছে। তবে সেই হতাশা কাটিয়ে দেশে ফিরে নতুন ইনিংস শুরু করেন রাজনীতিতে। কংগ্রেসে যোগ দিয়ে হরিয়ানার জুলানা আসন থেকে প্রার্থী হন তিনি।
জুলানা ছিল হরিয়ানার অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন, যেখানে অলিম্পিয়ান ভিনেশ ফোগাট কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজেপির প্রার্থী তথা প্রাক্তন সেনা অফিসার যোগেশ কুমারকে পরাজিত করে ১৯ বছর পর কংগ্রেস জুলানা আসনটি দখল করতে পারে।