আপনার কি ভোটার কার্ড রয়েছে? কিংবা আপনি কি ২০২৫ সালে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন? তাহলে এখনই দেখে নিন ২০২৫ সালের ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা। কারণ, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) ২০২৬। এখন হাতে থাকা স্মার্টফোন দিয়ে সহজেই দেখতে পারবেন, ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা।
উল্লেখ্য, এই বছরের এসআইআর কার্যক্রম পরিচালিত হচ্ছে ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী। কারণ, পশ্চিমবঙ্গে শেষবার ভোটার বিশেষ সংশোধন (SIR) অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালে।
আপনি এখন আপনার নাম কিংবা ভোটার কার্ড নাম্বার কিংবা রেজিস্ট্রার মোবাইল দিয়ে খুব সহজেই কয়েকটি ধাপ ফলো করে চেক করতে পারবেন ২০২৫ সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা। আজকের প্রতিবেদনে তা ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে, কিভাবে ২০২৫ সালের ভোটার লিস্টে নাম চেক করবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়েই।
পশ্চিমবঙ্গের ২০২৫ সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা, চেক করুন এইভাবে – How To Check Name In Voter List 2025
১) প্রথমে আপনাকে Voter Service Portal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি ভোটার সার্ভিস পোর্টালে আসতে পারবেন।
২) এরপর Voter Service Portal এর হোম পেজপ থাকা Search Your Name in Voter List – এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে ৩টি ধাপে আপনার নাম ২০২৫ সালের ভোটার লিস্টে রয়েছে কিনা চেক করতে পারবেন। তা হলো –
ক) Search By Epic – এখানে ক্লিক করে নিচে ভোটার কার্ড নাম্বার ও রাজ্য সিলেক্ট করুন। এরপর নিচে থাকা ক্যাপচার কোড উল্লেখ করে সার্চ করলেই ভোটার লিস্টে নাম থাকলে চলে আসবে।
খ) Search By Details – এখানে ক্লিক করে রাজ্যের নাম, নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ বা বয়স, জেলা ও বিধানসভা উল্লেখ করুন। এরপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করলেই ভোটার লিস্টে নাম থাকলে, নিচে সমস্ত তথ্য চলে আসবে।
গ) Search By Mobile – এখানে ক্লিক করে ভোটার কার্ড আবেদন কিংবা সংশোধন করার সময় যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন, তা বসিয়ে দিন ও রাজ্য সিলেক্ট করেুন। এরপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করে নিচে থাকা Send OTP তে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আসা OTP উল্লেখ করে সার্চে ক্লিক করতেই সমস্ত তথ্য চলে আসবে, যদি ভোটার লিস্টে নাম থাকে।
আরও পড়ুনঃ ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন এইভাবে!
৪) উপরে উল্লেখিত – ক/খ/গ এর যেকোনো একটি ধাপ ফলো করে আপনি সহজেই দেখতে পারবেন, আপনার নাম ভোটার লিস্ট রয়েছে কিনা।
ভোটার লিস্টে নাম কিভাবে চেক করবেন, সরাসরি লিংক / Search Your Name in Voter List West Bengal Link: Click Now













