হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করতে চান? তাহলে আপনার জন্যই সুখবর। ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স এক্সাম (NCHM JEE ২০২৬) এর অনলাইন রেজিস্ট্রেশন ফরম পূরণ শুরু হয়েছে। এই পরীক্ষার আয়োজন করে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষা ২৫ এপ্রিল, ২০২৬ শনিবার দেশের ১২০ টা শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও পরীক্ষাটি কম্পিউটার বেস্ট টেস্ট (CBT) পদ্ধতিতে হবে। পরীক্ষাটি ইংরেজি ও হিন্দি ভাষায় নেওয়া হয়ে থাকে।
NCHM JEE পরীক্ষায় পাশ করলে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি (NCHMCT) এর আওতাধীন সারা দেশের ৮০ টি সরকারি ও বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন (HHA) বিষয়ের বিএসসি তে পড়াশোনা করতে পারবে।
ইতিমধ্যে অনলাইন ফরম পূরণ শুরু হয়েছে এবং চলবে আগামী ২৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত।
আবেদন ফি :
১. জেনারেল এবং ওবিসি ( NCL ) দের জন্য আবেদন ফি ১০০০ টাকা।
২. EWS দের জন্য আবেদন ফি ৭০০ টাকা।
৩. এ ছাড়া এস সি এবং এস টি প্রার্থীদের ৪৫০ টাকা আবেদন ফি দিতে হবে পাশাপাশি থার্ড জেন্ডার প্রার্থীদের জন্য ৪৫০ আবেদন ফি লাগবে।
এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। আবেদন করার জন্য বয়সের সীমাবদ্ধতা নেই, যে কোনো বয়সের প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট পরীক্ষায় পাঁচ বিভাগে ১২০টি প্রশ্ন থাকবে।
আগ্রহী প্রার্থীরা কেবল মাত্র অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://exams.nta.nic.in/nchm-je ফরম পূরণ করতে পারবে ।
এবিষয়ে আরও বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন পড়তে পারেন।

