WBCAP Centralized Admission Portal 2024: কলেজে ভর্তির সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল,দেখুন আবেদন পদ্ধতি!
West Bengal Centralised Admission Portal 2024:- এখন এক ক্লিকেই পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা স্নাতকস্তরে (College Admission 2024) ভর্তির সুযোগ পাচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও পরীক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পাচ্ছিলেন না, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু না হওয়ার জন্য। অবশেষে আজ থেকে রাজ্য চালু হয়ে গেলো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল।
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে চালু হলো, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালের শুভ উদ্বোধন করলেন, ব্রাত্য বসু মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, উচ্চশিক্ষা বিভাগ ও স্কুলশিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
Centralised Admission Portal থেকে শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের 16টি বিশ্ববিদ্যালয় এবং 461টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে কিংবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকস্তরে (Undergraduate Admission 2024) ভর্তি হতে পারবেন, এই একটি মাত্র পোর্টাল থেকে।
তবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল (Centralised Admission Portal) থেকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোর্সে ভর্তি হতে পারবেন না শিক্ষার্থীরা, তা হলো – প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান/কলেজ, বি. এড, আইন, চারুকলা ও প্রয়োগকলা, কারিগরি, নৃত্য, সঙ্গীত কলেজ/ কোর্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, নার্সিং, মেডিক্যাল কোর্স পড়ানো হয় এমন কলেজ, সেলফ ফিনান্সিং/প্রাইভেট কলেজ গুলো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতার বাইরে থাকবে।
সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অনলাইন আবেদন পদ্ধতি / Centralised Admission Portal Online Apply 2024:- সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে 3 টি ওয়েবসাইট দেওয়া হয়েছে।
প্রথমত,
ক) প্রথমে বাংলা উচ্চ শিক্ষার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
খ) এরপর Centralised Admission Portal এ ক্লিক করে অনলাইন আবেদন করুন।
দ্বিতীয়ত,
ক) প্রথমে West Bengal State Council of Higher Education এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
খ) এরপর Centralized Admission Portal এই লেখার উপরের ক্লিক করুন।
গ) সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল আপনার সামনে চলে আসবে, সেখান থেকে কলেজের ভর্তির ফর্ম ফিলাপ করুন।
তৃতীয়ত,
ক) Centralised Admission Portal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন কিংবা Google এ সার্চ করুন wbcap.in লিখে।
খ) আপনার সামনে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চলে আসবে, সেখান থেকে অনলাইন আবেদন করুন।
Centralised Admission Portal Online Apply Link:- Click
Centralized Admission Portal Online Admission Link:- Click
সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অনলাইন আবেদন লিংক:- Click
সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল / Centralised Admission Portal এ কলেজে ভর্তি হওয়ার সময় কোনোরকম সমস্যার সম্মুখীন হলে কিংবা কোনোরকম প্রশ্নের উত্তর জানার দরকার পরলে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদ ও উচ্চ শিক্ষা বিভাগের তরফ থেকে হেল্প লাইন নাম্বার প্রকাশ করা হয়েছে। তা হলো – যোগাযোগ করুন টোল-ফ্রি নম্বর-1800 102 8014 অথবা ই-মেইল করুন support@wbcap.in – এ।